ফের নেইমারের সতীর্থ হবেন মেসি?
লিওনেল মেসি/ ছবি:সংগৃহীত
মরিসিও পচেত্তিনোকে কোচ করে আনার পর এবার দলবদলে নিজেদের মনোযোগ ফিরিয়ে এনেছে পিএসজি। ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দো জানিয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে পাওয়া গেলে দলে ভেড়ানোর চেষ্টা করবে দলটি। যেটা হয়ে গেলে মাঠে আবারও একসঙ্গে দেখা মিলবে মেসি ও নেইমার-জাদুর!
আগামী জুনের শেষেই চুক্তির মেয়াদ শেষ মেসির। গেল মৌসুমে তৎকালীন বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর সঙ্গে ক্লাব ছাড়তে চেয়ে লড়েছিলেন তিনি। এরপর সেই বার্তোমিউ সরে গেলেও নতুন সভাপতি নির্বাচনে চলছে গড়িমসি, দলের অবস্থাও খুব একটা ভালো নয়।
বিজ্ঞাপন
সব মিলিয়ে আগামী জুনেই তিনি ক্লাব ছাড়বেন, এমন কথায় বিশ্বাস করা ফুটবল -ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। তার উপর দিনকয়েক আগে কোচ মরিসিও পচেত্তিনো নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ‘বিশ্বমানের খেলোয়াড়দের’ দলে ভেড়ানোর ইচ্ছাটা। লিওনার্দোর এই মন্তব্যে সে আগুনে ঘি ঢাললো বৈকি!
লিওনার্দোর ভাষ্য, ‘মেসির মতো মহান খেলোয়াড়রা সবসময়ই পিএসজির সংক্ষিপ্ত তালিকায় থাকবে। কিন্তু এখন এ নিয়ে কথা বলা কিংবা স্বপ্ন দেখার সময় নয়।’ ফ্রান্স ফুটবলকে দেয়া সে সাক্ষাতকারে তিনি আরও বলেন, ‘বিশেষ করে আমাদের টেবিলের দিকে তাকান, এ ব্যাপারটার খুব কাছাকাছি আছি আমরা। ফুটবলে চার মাস সময় অসীম। বিশেষ করে এখনকার দিনে ও সময়ে। কিন্তু টেবিলে আমাদের জায়গাটা নির্ধারিত।’
বিজ্ঞাপন
বাজারে খুব কম দলের পক্ষেই মেসিকে অতো বড় বেতন-ভাতা দিয়ে পোষার সামর্থ্য আছে, পিএসজি তাদেরই একজন। তবে তাদের চেয়েও এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। কারণটা সাবেক গুরু পেপ গার্দিওলার উপস্থিতি, ধারণা ইউরোপীয় সংবাদ মাধ্যমে।
তবে মেসিকে দলে রাখার ব্যাপারে বার্সেলোনার সময় পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ নতুন বোর্ড সভাপতি আসার আগ পর্যন্ত ক্লাবটি নতুন চুক্তি নিয়ে তার সঙ্গে আলোচনাতেই বসতে পারবে না। সে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন ২৪ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে ৭ মার্চ পর্যন্ত।
তবে মেসিকে পেতে পিএসজি ক্রীড়া ও অর্থনৈতিক প্রকল্প নিয়ে হাজির হতে পারে মেসির সামনে, যাতে রাজি হলে চার মৌসুম পর আবারও মাঠে একসঙ্গে দেখা মিলতে পারে মেসি-নেইমার জাদুর।
এনইউ