কোহলি-পান্ডিয়া ফিরলেন ভারতীয় দলে
ছবি:সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ভারতের অবিস্মরণীয় সিরিজ জয়ের রেশটা এখনো কাটেনি, এরই মধ্যে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করে দিয়েছে ভারত। ৫ ফেব্রুয়ারি এই আসন্ন সিরিজ দিয়ে তিন ম্যাচের বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। একই সিরিজ দিয়ে তিন বছর পর সাদা জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
আইপিএলের সময় পাওয়া পাঁজরের চোট অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে দিয়েছিল ইশান্ত শর্মাকে। সেই ইশান্তও ফিট হয়ে ফিরছেন ইংল্যান্ড সিরিজে। পান্ডিয়া ওয়ানডে সিরিজে দারুণ খেললেও পিঠের চোটের কারণে টেস্ট সিরিজে তাকে রাখেনি ভারতীয় নির্বাচকরা। তবে ইংল্যান্ড সিরিজের জন্য ঠিকই বিবেচিত হচ্ছেন তিনি, যদিও ভারতের হয়ে সর্বশেষ টেস্টটা তিনি খেলেছেন সেই ২০১৮ সালে।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ায় পারফর্ম করতে ব্যর্থ পৃথ্বী শ দল থেকে বাদ পড়েছেন। মঙ্গলবার রাতে ঘোষিত এই দলে ওপেনার আছেন চারজন, শুভমান গিল, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল ও চোট কাটিয়ে ফেরা লোকেশ রাহুল। রাহুল অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে চোটের কারণে দল ছেড়ে দেশে চলে এসেছিলেন। তৃতীয় টেস্টে চোট পেয়ে চতুর্থ ম্যাচে নামতে না পাড়া অশ্বিনও ফিরেছেন দলে।
অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়া বাকি খেলোয়াড়রা অবশ্য দলে ফিরতে পারেননি। হনুমা বিহারি, মোহাম্মদ শামি ও উমেশ যাদব রয়ে গেছেন দলের বাইরে। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করা নটরাজনকেও দলে রাখেননি চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক বোর্ড। তবে জাদেজার জায়গায় দলে ঢুকে দারুণ পারফর্ম করা ওয়াশিংটন নিজের জায়গা ধরে রেখেছেন।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, অক্ষর পাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, যশপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।
এনইউ