ছবি: বিসিবি

সাকিবের হাত ধরে জিতল তামিমের বাংলাদেশ

দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। মিরপুরে সাকিব আল হাসানের নৈপুন্যে জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম জয় পেয়েছেন তামিম ইকবাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। 

জেতার আগে ফিরলেন সাকিবও

পিচে টার্ন আছে। ব্যাটিংটা তাই বেশ কষ্টসাধ্যই। তবে সাকিব আল হাসান খেলছিলেন অন্যদের তুলনায় স্বাচ্ছন্দ্যে। দুই ওপেনার আর শান্তের বিদায়ের পর সাকিব ফিরবেন জয় নিয়ে, এমনই প্রত্যাশা ছিল। তবে সেটা সম্ভব হয়নি। 

সাকিব সাজঘরে ফেরেছেন আগের তিন উইকেটের দুইটি নেয়া আকিলার বলেই। ১ চারে ৪৩ বলে ১৯ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। বাংলাদেশের দলীয় রান তখন ১০৫।

ফিফটি না করেই ফিরলেন তামিম

লিটন দাসের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল। কিন্তু ৪৭ রানে জুটি ভেঙে লিটন ফিরেছিলেন আকিলা হোসেইনের বলে। ওই একই বোলারই ফিরিয়েছেন তামিমকে। ৭ চারে ৬৯ বলে ৪৪ রান করে সাজঘরে ফিরেছেন স্টাম্পিংয়ের শিকার হয়েছেন তিনি। জয়ের জন্য ২৬ ওভারে ৩৪ রান দরকার বাংলাদেশের।

ফিরলেন লিটন দাস

লক্ষ্যটা অল্প, দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল শুরুও করেছিলেন সেভাবে। দুজন মিলে দলীয় স্কোরটা নিয়ে গিয়েছিলেন পঞ্চাশের কাছে। কিন্তু তার ঠিক তিন রান দূরে থাকতেই আকিল হোসেইনের বলে আউট হয়েছেন লিটন। ২ চারে ৩৮ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। 

লিটন-তামিমের ব্যাটে জয়ের দিকে

লক্ষ্য ছোট, তবে লিটন দাস ও তামিম ইকবাল তবুও বেখায়ালি নন। পাওয়ার প্লের দশ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ২ চারে ২৬ বলে ১১ রান করে লিটন দাস ও ৪ চারে ৩৬ বলে ২১ রান করে অপরাজিত আছেন অধিনায়ক তামিম ইকবাল। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৮১ রান। 

সাকিবের চার, অলআউট উইন্ডিজ

সামনে এসে সাকিবের গুড লেন্থের বল রুখতে চেয়েছিলেন আলজারি জোসেফ। ব্যাটে-বলে হলো না, ব্যাট-প্যাডের ফাঁক গলে সাকিবের আর্মার আঘাত হানলো স্ট্যাম্পে। ক্যারিবীয় ইনিংস শেষ ১২২ রানেই।

অভিষেকে হাসানের তিন

ফুলার লেন্থের বলে আকিল হোসাইনকে স্লিপে লিটন দাসের ক্যাচ বানালেন হাসান। তাতে অভিষেকেই তিন উইকেটের দেখা পেলেন তরুণ এই পেসার। উইন্ডিজ তাদের নবম উইকেট হারাল ১২২ রানে

জোড়া আঘাত হাসান মাহমুদের

৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছিল উইন্ডিজ। সেখান থেকে দলের হাল ধরেন দুই ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল ও কাইল মায়ার্স। ৫৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। পরে পাওয়েলকে ২৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ।

ক্রিজে জমে যাওয়া পাওয়েলকে অফ স্টাম্পের বাইরে বল দিয়েছিলেন হাসান। পাওয়েলের ব্যাটের কানায় লেগে সেটা চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। পরেই বলেই নতুন ব্যাটসম্যান রায়মন রেইফারের লেগ বিফোরের ফাঁদে পেলেন এই ডানহাতি পেসার।

উইন্ডিজের প্রতিরোধ

কাইল মেয়ার্স ও রভম্যান পাওয়েলের ব্যাটে শুরুর ধাক্কা সামলে উঠেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে ইতোমধ্যেই তুলে ফেলেছেন ৫০ রান।

ফিজকে পেছনে ফেললেন সাকিব

আবারও সাকিবের ঝুলিয়ে দেয়া বল, আবারও ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যর্থতার গল্প। তবে এবারের শিকার এনক্রুমাহ বোনার হলেন এলবিডব্লিউ। তাতে উইকেটসংখ্যা তিনে উন্নীত হলো সাকিবের। পেছনে ফেললেন দুই উইকেট শিকার করা মুস্তাফিজকে। 

এবার সাকিবের দুই

দিনটা দারুণই যাচ্ছে সাকিবের। চার ওভার থেকে দিয়েছেন মোটে পাঁচ রান, এখন পেলেন দ্বিতীয় উইকেটের দেখা। তার ফ্লাইটেড ডেলিভারি ফ্রন্টফুটে এসে ডিফেন্স করতে চেয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ এবং ব্যর্থ হয়েছেন। তার ক্রিজে না থাকার সুযোগে স্ট্যাম্প ভেঙে দেন মুশফিক। ৫৬ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজের পর সাকিবও পান দ্বিতীয় উইকেটের দেখা।

সাকিবের ১৫০

নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই সফলতার দেখা পেয়েছেন তিনি। উইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে ম্যাকার্থিকে সরাসরি বোল্ড করেন সাকিব। আউট হওয়ার আগে ১২ রান করেন ম্যাকার্থি। দেশের মাটিতে তার ১৫০তম উইকেট এটি।

দুরন্ত লিটন, মুস্তাফিজের দুই

অসাধারণ ক্যাচে ডি সিলভাকে ফেরালেন লিটন বৃষ্টি শুরু হলে ৫৯ মিনিট পর আবার খেলা শুরু হয়। তবে সফরকারীদের শুরুটা ভালো করতে দেননি পেসার মুস্তাফিজুর রহমান। ওপেনার জশুয়া ডি সিলভাকে ৯ রানে ফেরান তিনি। এতে অবশ্য কৃতিত্বটা বেশি পাবেন লিটন দাস। গালিতে দাঁড়িয়ে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন তিনি।

১২:৪৭    বৃষ্টি শেষে মাঠে ফিরলো খেলা

বাংলাদেশ বনাম উইন্ডিজ দলের প্রথম ওয়ানডে শুরু হয় বেলা সাড়ে ১১টায়। ম্যাচের ১৮ মিনিট পরেই বৃষ্টি বাগড়ায় পণ্ড হয় ম্যাচ। তবে খুব বেশিক্ষণ স্থায়িত্ব হয়নি বৃষ্টি ১২ মিনিট পরই থেকে যায়। বেলা ১২টায় উইকেট থেকে কাভার সরানোর কাজ শুরু করেন গ্রাউন্ডসম্যানরা। এর কিছু পরেই আবার বৃষ্টি এলে কাভারে ঢেকে যায় মিরপুরের উইকেট। তবে ঘণ্টাখানেক পর অবশেষে খেলা শুরু হয় আবার। 

১১:৪৮    মুস্তাফিজের শুভসূচনার পর বৃষ্টির বাগড়া

দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমে শুরুতেই হাসিমুখ বাংলাদেশের। টস জিতে বল হাতে নিয়েই সাফল্য। পেসার মুস্তাফিজুর রহমান আঘাত হেনেছেন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ওপেনার সুনীল আমব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। ৭ রানে ফেরেন আমব্রিস। এরপরই নামে অঝোর বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। 

প্রায় সাড়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। তবে প্রত্যাবর্তনটা সুখকর হলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিগে শুরুতে ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটাও শুরু হয়েছিল নির্দিষ্ট সময়ে, তবে ম্যাচের ৩ ওভার ৩ বলের মাথায় বৃষ্টি বাগড়ায় বন্ধ হয় খেলা।

আবহাওয়া পূর্বাভাষ আগেই বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রেখেছিল। সেই শঙ্কা মাথায় নিয়েই শুরু হয় বাংলাদেশ বনাম উইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। বেলা সাড়ে ১১ টায় ম্যাচ শুরু হলে বৃষ্টি বাগড়া দেয় মিরপুরে। ফলে মাত্র ৩ ওভার ৩ বল পর বন্ধ হয় খেলা। 

এর আগে টস জিতে ফিল্ডিং নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলে অভিষেক হয় তরুণ পেসার হাসান মাহমুদের। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 

বৃষ্টির কারণে মাঠ ছাড়ার আগে ৩ ওভার ৩ বল থেকে ১৫ রান তুলতে পেয়েছে সফরকারী উইন্ডিজ দল। বাংলাদেশের হয়ে ১ উইকেট তুলে নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বর্তমানে আন্দ্রে ম্যাকার্থী ৪ ও জসুয়া ডি সিলভা ৪ রান নিয়ে অপরাজিত আছেন।