ভারতের জয়ের কারণ আইপিএল!
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টির উত্থানকে ধরা হয় টেস্ট ক্রিকেটের জন্য হুমকি হিসেবে। তবে সেই ‘টেস্টের হুমকি’ টি-টোয়েন্টি লিগ আইপিএলের বলেই অস্ট্রেলিয়া-জয়ের সাহস পেয়েছে ভারত, অভিমত সাবেক ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার।
খুব বেশিদিন দূরে নয়, এই সেদিনও অ্যাডিলেড টেস্টে যখন উইকেট বিলিয়ে এসে ৩৬ রানে অলআউট হন বিরাট কোহলিরা, অতিরিক্ত টি-টোয়েন্টি খেলাকে দায়ী করা হচ্ছিলো বেশ। সেই ভারতই পরে সিরিজে দারুণভাবে ফিরে এসে জিতেছে ২-১ ব্যবধানে, উঠে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ায়। এ অর্জনও টি-টোয়েন্টি লিগ আইপিএলেরই দান, অভিমত শুক্লার।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেয়া এক কলামে তিনি লিখেন, ‘আসল কথাটা হল, আইপিএল ক্রিকেটের গতি বাড়ানোর পাশাপাশি ভয়কে জয় করতে শিখিয়েছে রিশাভ পান্ট, শুভমান গিলদের। আগে বিদেশ সফরে ভারতীয় দল যে জিতে ফিরতে পারে, তা ভাবাই যেত না। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করে ফেরাই ছিল বিরাট প্রাপ্তি।’
আইপিএলে একটা বড় সময়ের জন্য বিদেশী সেরা বোলারদের খেলার সুযোগ আসে, থাকে নেটে প্রস্তুতি নেয়ার সুযোগও। এটা বড় সুবিধা করে দিয়েছে ভারতকে, মনে করেন শুক্লা। তিনি লিখেন, ‘কলকাতা নাইট রাইডার্সের হয়েই আইপিএলে খেলে প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া সফরের আগে তার বিরুদ্ধে নিয়মিত প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে শুভমান। তাই ব্রিসবেনের পঞ্চম দিনের পিচে কামিন্সকে সামলে দিতে খুব একটা সমস্যা হয়নি শুভমানের। একসঙ্গে দীর্ঘদিন খেলার ফলে মস্তিষ্কও হয়তো একে অপরের মনোভাব কী, তা এখন পড়ে ফেলার ক্ষমতা অর্জন করে ফেলেছে।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘কামিন্স কোন বলের পরে কোন বল করতে পারে, তা সব চেয়ে ভাল উপলব্ধি করবে শুভমনই। সামনের পায়ে খেলানোর পরেই দ্বিতীয় বলটা যে বাউন্সার হয়ে ধেয়ে আসতে চলেছে, তা বোঝার জন্য কিন্তু একসঙ্গে বেশ কিছু ম্যাচ খেলা জরুরি। সেই সুযোগ করে দিয়েছে আইপিএলই। বিপক্ষে কত বড় পেসার থাকল, তাতে এখন আর কিছু যায় আসে না। আইপিএলই শিখিয়েছে বোলার নয়, বলের মান যাচাই করে ব্যাট করো।’
বাংলার সাবেক অধিনায়কের মতে, আইপিএল মানসিকভাবে শক্তও করতে সহায়তা করেছে, ‘অনেকেই হয়তো মঙ্গলবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এই জয়ের কারণ বিশ্লেষণ করতে বসে সেই ফ্র্যাঞ্চাইজি লিগের মাহাত্ম্য বিবেচনা করবেন। আসল কথাটা হল, আইপিএল ক্রিকেটের গতি বাড়ানোর পাশাপাশি ভয়কে জয় করতে শিখিয়েছে ।’
সেই শক্তপোক্ত, হার না মানা মানসিকতাঈ দলকে অস্ট্রেলিয়া জয়ের রসদ জুগিয়েছে। বললেন শুক্লা। তার ভাষায়, ‘বিদেশের মাটিতেও আমাদের দেখে ভয় পেতে শুরু করেছে ক্রিকেটবিশ্ব। আগে যে ম্যাচগুলো জেতার কোনও সম্ভাবনাই দেখা হত না, আইপিএল আসার পরে সেই ম্যাচগুলোই হয়ে ওঠে সহজ। ব্রিসবেনে টিম পেনদের হারানোর স্বপ্ন কেউ দেখত?’
এনইউ