বৃষ্টি শেষে শুরু হচ্ছে ম্যাচ
ছবি: বিসিবি
বাংলাদেশ বনাম উইন্ডিজ দলের প্রথম ওয়ানডে শুরু হয় বেলা সাড়ে ১১টায়। ম্যাচের ১৮ মিনিট পরেই বৃষ্টি বাগড়ায় পণ্ড হয় ম্যাচ। তবে খুব বেশিক্ষণ স্থায়িত্ব হয়নি বৃষ্টি ১২ মিনিট পরই থেকে যায়। বেলা ১২টায় উইকেট থেকে কাভার সরানোর কাজ শুরু করেন গ্রাউন্ডসম্যানরা। এর কিছু পরেই আবার বৃষ্টি এলে কাভারে ঢেকে যায় মিরপুরের উইকেট। তবে ঘণ্টাখানেক পর অবশেষে খেলা শুরু হয় আবার।
প্রায় সাড়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ দল। বাংলাদেশ দলে অভিষেক হয় তরুণ পেসার হাসান মাহমুদের। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিজ্ঞাপন
তবে প্রত্যাবর্তনেই বৃষ্টির বাগড়া দেখেন সাকিব-তামিমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিগে শুরুতে ফিল্ডিং নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটাও শুরু হয়েছিল নির্দিষ্ট সময়ে, তবে ম্যাচের ৩ ওভার ৩ বলের মাথায় বৃষ্টি বাগড়ায় বন্ধ হয় খেলা। ১২ মিনিট পর বেলা ১২ টায় মিরপুরের উইকেট থেকে কাভার সরলেও আবার শুরু হয় বৃষ্টি। ম্যাচ পুনরায় শুরু হওয়ার আগেই ২৪ মিনিট পর কাভার দিয়ে পিচ ঢেকে দেওয়া হয়।
দুই দফা বৃষ্টির কারণে প্রায় ১ ঘণ্টার মতো বন্ধ ছিল ম্যাচ। মিরপুরে বৃষ্টি থামলে আবার মাঠে গড়িয়েছে খেলা। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকলেও ম্যাচেও দৈর্ঘ্য কমেনি। ৫০ ওভারেই হবে ম্যাচ।
বিজ্ঞাপন
বৃষ্টির কারণে মাঠ ছাড়ার আগে ৩ ওভার ৩ বল থেকে ১৫ রান তুলতে পেয়েছে সফরকারী উইন্ডিজ দল। বাংলাদেশের হয়ে ১ উইকেট তুলে নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বর্তমানে আন্দ্রে ম্যাকার্থী ৪ ও জসুয়া ডি সিলভা ৪ রান নিয়ে অপরাজিত আছেন।