পাকিস্তানকে সাহায্য করেনি আইসিসি
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কায় শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানায় তারা। এরপর থেকেই বিশ্ব ক্রিকেটের আলোচিত ইস্যু এটি।
সফর বাতিলের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে পিসিবি। দেশটিতে পুরো দমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর যে তোড়জোর গত কয়েক বছর ধরে তারা চালিয়ে আসছিল, সেটিও বড় আঘাত পেয়েছে বলে মনে করছেন পিসিবি কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘নিরাপত্তার নিশ্চয়তার কথা বাদ দিলেও এটা পিসিবি, সরকার ও নিরাপত্তা সংস্থার জন্য আঘাত। যারা পাকিস্তানে পুরো দমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেষ্টা করছিল। নিরাপত্তা ইস্যুর বাইরেও এটা অনেক বড় ক্ষতি।’
তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু সেটি আর হচ্ছে না। এতে ভবিষ্যতে অন্য দলগুলোর পাকিস্তান সফরও হুমকিতে পড়েছে। পিসিবির ওই কর্মকর্তার দাবি আইসিসির তরফ থেকে কোনো সাহায্য করা হয়নি তাদের।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আইসিসি আসলে এই বিষয়ে কিছুই করেনি। আইসিসিতে ভারতের অবস্থান শক্তিশালী। তাই পিসিবির জন্য নিউজিল্যান্ডের কাছে ক্ষতিপূরণ আদায় করা সহজ হবে না।’
আগামী মাসে এক যুগেরও বেশি সময় পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু আপাতত ওই সিরিজ নিয়েও কোনো ধরনের সম্ভাবনা দেখছেন না পিসিবির এই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘এখন ইংল্যান্ড সফর করবে, এমন আশাও খুব বেশি নেই।’
এমএইচ/এটি