ছবি: ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর-
উইন্ডিজ: ১২২, ৩২.২ ওভার (মায়ার্স ৪০, পাওয়েল ২৮; সাকিব ৪/৮, হাসান ৩/২৮,  মুস্তাফিজ ২/২০)

করোনার দোহাই দিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। শক্তিমত্তায় দুর্বল ক্যারিবীয়দের বিপক্ষে পরিস্কার ফেভারিট টাইগাররা। ব্যবধানটাও হাতে-কলমে দেখিয়ে দিল অধিনায়ক তামিম ইকবালের দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর ম্যাচে সফরকারীদের মাত্র ১২২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।

করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। প্রায় ৩১৩ দিন পর মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করতে নেমে সফরকারীদের মাত্র ১২২ রানে অলআউট করে স্বাগতিক বোলাররা। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৪, হাসান মাহমুদ ৩ ও মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। শুরুতেই তারা হারিয়ে বসে সুনীল অ্যামব্রিসকে। ৭ রানে থাকা অ্যামব্রিসকে ফেরান মুস্তাফিজ। এরপর একে একে যাওয়া আসার মিছিলে যোগ দেন সফরকারী ব্যাটসম্যানরা।

মাঝে কাইল মায়ার্স ও রভম্যান পাওয়েল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি তাতে। সাকিব আর হাসান মাহমুদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি তারা। পাওয়েল ২৮ আও মায়ার্স ৪০ রানে আউট হলে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। সর্বসাকুল্য ৩২ ওভার ২ বল ব্যাট করে তারা। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ১২৩ রান।

টিআইএস/এনইউ