আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট নিয়ে শঙ্কা তৈরি হয়। অনিশ্চয়তা দেখা দেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খান, মোহাম্মদ নবীদের খেলা নিয়ে। তবে তালেবানরা ক্ষমতা দখলের পর দেশের ক্রিকেটে হস্তক্ষেপ করলেও বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় উবে গেছে। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। চলছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি।

তবে শঙ্কা একখানে রয়ে যায়। অনেকেই ধারণা করছিলেন, বিশ্বকাপ যেহেতু বৈশ্বিক আসর, বিশ্বের কোটি কোটি সমর্থকদের চোখ থাকে এই মেগা ইভেন্টে, এই সুযোগ নিতে চাইবে তালেবানরা। গোটা বিশ্বের সামনে নিজেদের প্রচার চালানোর জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে ক্রিকেট দলকে তালেবানি পতাকা ব্যবহার করার নির্দেশ দিতে পারে। তবে তারা জানিয়ে দিয়েছে, তালেবানি পতাকা নয়, আফগানিস্তানের জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করবেন রশিদ-নবীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি জানিয়ে দিয়েছেন, তাদের ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় পতাকা নিয়েই খেলতে নামবে। কারণ, রশিদ খানেরা যদি তালেবানি পতাকা নিয়ে খেলতে যায় তাহলে খোদ আইসিসির পক্ষ থেকেই বিশ্বকাপে খেলা সমস্যা হবে আফগানিস্তানের।

টিআইএস