বিগ ব্যাশে ডাক পেলেন ভারতের ১৭ বছর বয়সী ক্রিকেটার
শেফালি ভার্মা/গেটি ইমেজ
ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলি-রোহিতদের বাহিরের দেশের টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি দেয় না এই বিষয় সকলেরই জানা। তবে নারী ক্রিকেটারদের বৈশ্বিক সকল টি-টোয়েন্টি লিগ খেলতে দেয় বিসিসিআই। অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশে ভারতীয় নারী ক্রিকেটাররা খেলে আসছেন অনেক দিন ধরে। এবার নারী বিগ ব্যাশে সুযোগ পেয়েছেন ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে অভিষিক্ত নারী ক্রিকেটার শেফালী ভার্মা।
আসন্ন বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন ভারতের সম্ভাবনাময়ী তরুণ ওপেনার শেফালী বার্মা। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দারুণ পারফর্ম ক্রিকেট দুনিয়ায় আলোচনায় আসেন ১৭ বছর বয়সী এই তরুণী।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন শেফালী। সেখানে বার্মিংহাম বিয়ারসের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছেন।
বিগ ব্যাশে সুযোগ পেয়ে বার্মা বলেন, ‘এটা আমার জন্য দারুণ সুযোগ। আমার লক্ষ্য খেলাটা উপভোগ করা, নতুন কিছু বন্ধু পাবো এখানে। আমি নারী বিগ ব্যাশে খেলতে চেয়েছিলাম, নিজের উপর বিশ্বাস রেখেছি তা সম্ভব হয়েছে।’
বিজ্ঞাপন
সিডনি সিক্সার্সের প্রধান কোচ বেন সোয়ার বলেন, ‘শেফালী টপ অর্ডারের অন্য ক্রিকেটারদের থেকে আলাদা। সে মাঠের সব জায়গায় শট খেলতে পারে যা অন্যদের থেকে ভিন্ন। সে শিখতে চায়, আরো ভালো করতে চায় ক্রিকেটার ও মানুষ উভয় হিসেবেই।’
আসন্ন বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন ভারতের আরেক ক্রিকেটার রাধা যাদব। বাঁহাতি এই বোলারকে দলে পেয়ে কোচ সোয়ার বলেন, ‘রাধা অনেক কৌশলী বোলার সে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ভারতীয় নারী ক্রিকেট দল বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় আছে। এই সিরিজ শেষ হওয়ার পরপরই ১৪ অক্টোবর শুরু হবে নারী বিগ ব্যাশের ২০২১-২২ মৌসুমের আসর।
এমএফ/এনইউ