দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে সাজেদুল
ডানে সাজেদুল ইসলাম।
বয়স ৩৩। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজেদুল ইসলামের সতীর্থরা এখনো ব্যাট-বল হাতে লড়ে যাচ্ছেন। তবে টাইগারদের সাবেক বাঁহাতি পেসার সাজেদুল বেছে নিয়েছেন ভিন্ন পথ, শুরু করেছেন নতুন অধ্যায়। খেলা ছেড়ে আম্পায়ারিংয়ে নাম লিখিয়েছেন তিনি।
আজ (বুধবার) শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচ পরিচালনা করতে নেমে পেশাদার আম্পায়ার হিসেবে অভিষেক হলো তার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্র সাজেদুল। বিকেএসপিতে ক্রিকেটের তালিম নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেেখেলার সুযোগ পান। সেই বিকেএসপিতেই আম্পায়ারিংয়ের অধ্যায় শুরু করলেন সাজেদুল।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনির পর সাজেদুল ইসলাম দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার, যিনি আম্পায়ারিংকে পেশা হিসাবে বেছে নিলেন।
সাজেদুল বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপান ২০০৮ সালে। নিউজিল্যান্ডের ডুনেডিনে স্বাগতিক কিউইদের বিপক্ষে টেস্ট অভিষেক ক্যাপ মাথায় তোলেন তিনি। যদিও ৩ টেস্টেই থেমে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। যেখানে ব্যাট হাতে ১৮ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট।
বিজ্ঞাপন
২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাজেদুলের। এই ফরম্যাটে খেলেন তিনি একটি ম্যাচই। সেখানেই থমকে যায় সাজেদুলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পথচলা।
টিআইএস/এটি