সাকিবের কাছে শিখছেন মিরাজ
ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নামার আগে সাকিব আল হাসানের ফেরায় স্বস্তি প্রকাশ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। জানিয়েছিলেন, সাকিব ফেরায় উৎফুল্ল পুরো দল। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন মিরাজ। ম্যাচশেষে সাকিবকে প্রশংসা বন্যায় ভাসান তিনি।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মিরাজের। টেস্ট ফরম্যাটে আলো ছড়ালেও একদিনের ক্রিকেটে বল হাতে তেমন নাম কামাতে পারেননি। ২০১৮ সালে সিলেটে উইন্ডিজের বিপক্ষে ২৯ রান খরচায় ৪ উইকেট ছিল এই ফরম্যাটে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং। শুক্রবার ২৫ রানে ৪ উইকেট নিয়ে নিজেকে ছাড়ালেন এই অফস্পিনার। ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমি অনেক খুশি। আজকের বোলিংটা নিয়ে খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচের পর আমি নিজের ভেতর একটু হতাশ ছিলাম, দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু আজকে বোলিং দেখে নিজের ভেতরেই অনেক ভালো লেগেছে। বিশেষ করে সবাই অনেক সাপোর্টও করেছে। আমি অনেক খুশি আজকে আমার বোলিং নিয়ে।’
রঙিন পোশাকের ক্রিকেটের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না মিরাজের। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার একাদশে জায়গা পাওয়া অনেকেই ভালো চোখে দেখেননি। সে ম্যাচে অবশ্য সুবিধাও করতে পারেননি মিরাজ, ২৯ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার। এজন্য সাকিবকে প্রশংসা বন্যায় ভাসান মিরাজ।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘সব সময় স্পিনাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই, আমরা তো জানি সাকিব ভাইয়ের অভিজ্ঞতা এবং সে সব সময় ভালো বোলিং করে এবং ভালো জায়গায় পরিস্থিতি অনুযায়ী বল করে। আমি জুনিয়র খেলোয়াড় হিসেবে অনেক কিছু শিখি সাকিব ভাইয়ের কাছে থেকে। তিনি আমাকে বিভিন্ন রকম টিপস দেন এবং পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন কথা বলে।’
মিরাজ আরও জানান, ‘প্রথম ম্যাচে আমি কিন্তু ওই রকম কমফোর্টেবল ছিলাম না। সাকিব ভাই হয়তো দুইটা কথা বলেছেন, ওই দুইটা কথাই আমার অনেক কাজে লেগেছে। যেমন লেফটি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল, আমাকে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিল। আমাকে বলছিল যে, তুই লেগ-মিডলে বল করলে ভালো হবে।’
টিআইএস/এমএইচ