ফাইল ছবি

১১ মার্চ ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়ান হকির অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান। শক্তিশালী এই দলগুলোর বিরুদ্ধে খেলতে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। 

কোচ মাহবুব হারুনের নেতৃত্বে মওলানা ভাসানী স্টেডিয়ামে দুই বেলা অনুশীলন হয়। কোচ হারুন টুর্নামেন্টের আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বিদেশি কোনো দলকে বাংলাদেশে এনে খেলাতে পারলে তার প্রস্তুতির জন্য সহায়ক বলে মনে করেন হারুন। 

কিন্তু ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ এটিকে বাস্তবায়নযোগ্য মনে করছেন না, ‘করোনা সময়ে বাইরে থেকে দল এনে খেলা খুবই কঠিন। কোনো দেশই আসতে চাইবে না। করোনা পরিস্থিতির বাইরে আরেকটি বিষয় হচ্ছে আর্থিক। যেকোনো দলকে আনতে গেলে তাদের আবাসন, যাতায়াত খরচ দিতে হবে। সেই খরচ আমরা এখন যোগান দিতে পারব না।’
 
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কথায় স্পষ্ট যে, আর্থিক ও করোনা পরিস্থিতির জন্য বিদেশি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভবপর হচ্ছে না। এর বিকল্প এখন সার্ভিসেস দলগুলোই, ‘এখন ফিটনেস ট্রেনিংয়ে জোর দেয়া হচ্ছে। আর কিছু দিন পর ম্যাচ টেম্পারমেন্টের জন্য আমরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর সঙ্গে অনুশীলন ম্যাচ আয়োজন করব।’ 

জাতীয় হকি দলের তারকা গোলরক্ষক অসীম গোপ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এক সপ্তাহের ছুটিতে আছেন তিনি। ছুটি শেষে করোনা পরীক্ষা দিয়ে ক্যাম্পে আসতে হবে এই গোলরক্ষককে।

এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘হকি টার্ফে আমরা জাতীয় দল ও কোচিং স্টাফ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। সর্বোচ্চ করোনা সতর্কতা নিয়েছি আমরা। ছুটি কাটিয়ে অসীমকে করোনা পরীক্ষা করে ক্যাম্পে যোগ দিতে হবে।’
 
হকি ক্যাম্প এখন মওলানা ভাসানী স্টেডিয়ামে হলেও টুর্নামেন্ট শুরুর আগে স্টেডিয়ামের নিকটস্থ হোটেলে থাকবেন অসীমরা।

এজেড/এমএইচ/এটি