ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন বারের চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের বর্তমান অধিনায়ক গাম্বিয়ান সলোমান কিং খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলমান হলেও তিনি আগের নাম সলোমন কিং-ই রাখবেন।
 
ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে ২২ বছর বয়সী এই গাম্বিয়ান বলেন, ‘আমি আরও তিন বছর আগেই মুসলিম হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলাম। পরিবার, বন্ধু-বান্ধব অনেকের সঙ্গে আলোচনা করেছি। নানা পর্যালোচনা শেষে আজ আনুষ্ঠানিকভাবে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

সলোমন গাম্বিয়ার খিস্ট্রান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোট থাকতেই তার বাবা মারা যান। মা ক্যাথলিক ধর্ম অনুসরণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি ইতোমধ্যে মা ও পরিবারকে জানিয়েছেন তিনি। আমার ভাই আরও কয়েক বছর আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার চার বোন। তারা অবশ্য ক্যাথলিক চর্চা করেন।’

তিন মৌসুম যাবৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছেন সলোমন। মুসলিম হওয়ার পেছনে ডিফেন্ডার দিদারুল আলম খানিকটা প্রভাবক হিসেবে কাজ করেছেন বলে স্বীকার করলেন তিনি, ‘দিদার আমার খুবই ঘনিষ্ট বন্ধু। দিদারের আচার-আচরণ সবই আমাকে মুগ্ধ করতো। বাংলাদেশে আসার আগেই আমার একটা প্রাথমিক সিদ্ধান্ত ছিল। বাংলাদেশে আসার পর ক্রমেই সেই সিদ্ধান্ত গ্রহণ মাত্রা বেড়েছে।’

মাত্র ২২ বছর বয়স। এখনো বিয়ে করেননি শেখ জামালের এই ফরোয়ার্ড। গাম্বিয়ান এক মুসলিম মেয়ের সঙ্গে তার প্রেম। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে বা সামনের বছরে বিয়ে করতে পারেন। হবু স্ত্রীর চাপে নয় নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন সলোমন,‘সে এবং তার পরিবার কখনো আমাকে চাপ দেয়নি। আমি একেবারে স্বেচ্ছায় মুসলিম হয়েছি।’

আপন বড় ভাই মুসলিম ও মুসলিম পরিবেশে মেশায় ইসলামের সংস্কৃতি অনেক কিছুই জানেন তিনি, ‘সূরা ফাতেহাটা আমি পড়তে পারি। ধীরে ধীরে আরো অনেক কিছু শিখে যাব।’ 

মোহামেডানের সাবেক নাইজেরিয়ান তারকা ফুটবলার এমেকা ইউজিকো ২০১২ সালে কোচিং করাতে এসে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ কৃষ্ণমূর্তিও ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এজেড/এমএইচ