লিটন দাস/ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর শুরু হবে মূল বিশ্বকাপ। সে উপলক্ষে ইতোমধ্যে ওমানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করছে টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আজ (শুক্রবার) ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। যেখানে টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ওমান ‘এ’ দল। এ ম্যাচে টাইগার শিবিরের নেতৃত্ব দেবেন লিটন দাস। এই অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি ভক্ত-সমর্থকরা উপভোগ করতে পারবেন সরাসরি। দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ একাদশ:
মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই:
আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।

ওমান ‘এ’ দল: আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সামায় শ্রীভাস্তা, ওবাইদুল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা ও রানা নাঈম।

টিআইএস/এনইউ