ব্যাটসম্যানদের অফফর্ম সঙ্গী করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমান গেছে বাংলাদেশ দল। মেগা এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ১৭ অক্টোবর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে ফর্মে ফেরার চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের সামনে। সে চ্যালেঞ্জ ভালোভাবে জয় করার ইঙ্গিত টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে।

আজ (শুক্রবার) অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। টস হেরে আগে ব্যাট করছেন মুশফিকুর রহিমরা। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন এ ম্যাচের বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ৩২ বলে অর্ধশতকের স্বাদ পান তিনি। এর পরের বলেই অবশ্য ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন লিটন। যাওয়ার আগে তুলে নেন ৩৩ বলে ৫৩ রান।

এই প্রতিবেদন লেখার সময় ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ১৩ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে ১১৩ রান জমা করেছে বাংলাদেশ। সৌম্য সরকার ৫ বলে ৭ ও নাঈম শেখ ৩৫ বলে ৪১ রান নিয়ে অপরাজিত আছেন।

ওমান ‘এ’ দলে বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ছিলেন লিটন ও নাঈম। ইনিংস প্রথম ওভার থেকে দুজন তোলেন ৯ রান। পাওয়ার-প্লের ৬ ওভারে জমা করে ৪৮ রান। যদিও ব্যক্তিগত ২২ রানের মাথায় ক্যাচ তুলেছিলেন লিটন, সেটিকে তালুবন্দি করতে পারেননি পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার। সেই সুযোগ পরে কাজে লাগিয়েছেন লিটন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন নাঈম শেখ। ফিফটির অপেক্ষায় আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

টিআইএস/এনইউ