এক সময় ভারত জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নিয়মিত সদস্য ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ২০১৭ সালের পর সীমিত ওভারের ফরম্যাটে আর দেখা যায়নি তাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেললেও রঙিন জার্সিতে মিলছিল না সুযোগ। অনেকটা আশ্চর্যজনকভাবেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জায়গা করে নেন তিনি। তবে সব ছাপিয়ে আলোচনায় এখন অশ্বিন কন্যার তার বাবাকে নিয়ে করা উক্তি।

২০১৫ সালে জন্ম নেন অশ্বিনের প্রথম সন্তান আকিরা অশ্বিন। এর এক বছর পরই অশ্বিন-পৃথী নারায়ণ দম্পত্তির ঘর আলো করে জন্ম নেয় দ্বিতীয় সন্তান আধায়া অশ্বিন। ২০১৭ সালে যখন সর্বশেষ রঙিন পোশাক গায়ে জড়িয়েছিলেন অশ্বিন, তখন অনেক ছোট ছিল তার দুই কন্যা। স্বাভাবিকভাবেই তাদের মনে নেই সে সময়ের কথা। ভারতের নতুন বিশ্বকাপ জার্সি গায়ে জড়ানো মাত্রই তার ছোট কন্যা আধায়া বলে বসলেন ‘আমি তোমাকে এই জার্সিতে কখনোই দেখিনি আপ্পা (বাবা)।’

সন্তানের এমন কথায় আবেগ ছুঁয়ে যায় অশ্বিনকেও। সন্তানের সাথে নতুন জার্সিতে ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেন তিনি। ছবির নিচে তিনি ক্যাপশন দেন, ‘যখন আপনার মেয়ে বলে আমি তোমাকে এই জার্সিতে কখনো দেখিনি আপ্পা, আপনি তাকে ছাড়া ছবি তুলতে পারেন না। পারেন কি?’ 

এআইএ/এটি