দল হেরেছে দশ উইকেটের ব্যবধানে। তাতে ভারতীয় ক্রিকেট দলের পরিকল্পনা, দল গঠন নিয়ে প্রশ্ন ওঠাটা অবান্তর কিছু নয় মোটেও। বিরাট কোহলির দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর সেটা হচ্ছেও দেদারসে। প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছে ভারত। 

সংবাদ সম্মেলন থেকেই শুরু। সেখানে তেমন এক প্রশ্ন ধেয়ে গেল ভারত অধিনায়ক কোহলির কাছে। তাতে সময়ের সেরা এই ব্যাটার প্রথমে মেজাজ হারাতে লাগলেন, পরে সামলে নিয়ে হেসেই নিলেন একগাল। 

কী ছিল সেই প্রশ্ন? ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নটা ধেয়ে গিয়েছিল কোহলির কাছে। তার জন্য যে দলের বাইরে ছিলেন আইপিএল থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে থাকা ব্যাটার ঈশান কিষান। তার অনুপস্থিতিতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ব্যাটিং ভরাডুবির পর ১০ উইকেটে হারতে হয়েছে কিনা, রোহিতের বদলে ঈশান খেললে ম্যাচের চেহারা বদলে যেত কিনা, সেটাই প্রশ্ন করা হয়েছিল কোহলিকে। 

প্রতিযোগিতার শুরুতেই হোঁচট খাওয়ার পর এমন প্রশ্ন শুনলেন কোহলি। পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের এমন প্রশ্ন শুনে কোহলি শুরুতে খানিকটা রেগে গেলেও পরে হেসে ফেললেন! 

এরপর অবশ্য কোহলি বললেন, ‘টি-টোয়েন্টি দল থেকে আপনি রোহিত শর্মাকে বাদ দিতে বলছেন? অবিশ্বাস্য!’ সে প্রশ্নটা তিনি এড়ালেন পাল্টা প্রশ্ন দিয়ে, ‘আপনি বিতর্ক চাইলে আগে থেকে বলবেন, সেই মতো তৈরি হয়ে আসব। রোহিত আগের ম্যাচে কী খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিত?’

নিজেদের পরবর্তী ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। সে ম্যাচটি আবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামেই। এই হারের ক্ষত শুকিয়ে পরের ম্যাচের জন্য অবশ্য বেশ সময় পাচ্ছে কোহলির দল। পাকিস্তান ম্যাচের ছয় দিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবেন তারা। এ হারের জ্বালাটা যে নিউজিল্যান্ডকে হারিয়েই মেটাতে চাইবেন কোহলিরা, সেটা বলাই বাহুল্য।

এনইউ