আমি আর সহ্য করতে পারছি না : রুবেল
ছবি : সংগৃহীত
বিপদ যেন কাটছেই না জাতীয় দলের স্পিনার মোশাররফ রুবেলের। প্রথমে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে বল হাতে ফিরেছিলেন অনুশীলনেও। সম্প্রতি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসেও।
কিছুদিন না যেতেই নতুন এক দুঃসংবাদ পেয়েছেন রুবেল। আবারও ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। পুরনো টিউমারই নতুন করে দেখা দিয়েছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে রুবেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
২০১৯ সালের মার্চে প্রথমবার ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। ওই সময় সবার সহযোগিতায় সিঙ্গাপুরে পাড়ি জমিয়ে অস্ত্রোপচার করেন তিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচারের সময় জানা যায়, টিউমার গ্রেড তিনে আছে। আর এক গ্রেড বৃদ্ধি পেলে অর্থাৎ গ্রেড চার মাত্রার টিউমার হলেই তা ক্যান্সারে রূপ নিতো।
বেশ কয়েক দফা কেমোথেরাপি নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন রুবেল। তবে এখন আবারও তার ব্রেন টিউমার ধরা পড়েছে।
বিজ্ঞাপন
ফেসবুকে তিনি লিখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার টিউমার আবারও দেখা দিয়েছে। আর সহ্য করতে পারছি না। এবার আমার নবম কেমোথেরাপি চলছে। আল্লাহ যেন আমাকে সহায়তা করেন। আপনাদের দোয়া কামনা করছি।’
জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচে মাঠে নামলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে রুবেল নিয়েছেন ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রানের মালিক তিনি।
Very sorry inform you that my tumour is recurrence.This is my number 9 cycle of chemotherapy. I can't tolerate anymore. ...
Posted by Musharraf Rubel on Sunday, January 24, 2021
এমএইচ