ফাইল ছবি

২৯-৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ। এশিয়ান শুটিং কনফেডারেশনের (এএসসি) আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও। ১০ মিটার এয়ার রাইফেল ও ১০ মিটার এয়ার পিস্তলে লড়বেন লাল-সবুজের ১২ জন পুরুষ ও নারী শুটার। ১৭ জন থেকে রোববার নির্বাচিত করা হয়েছে এই শুটারদের। 

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে নুর হাসান আলিফ (১১১৮-১৫এক্স স্কোর), আবদুর রাজ্জাক (১১১৬-২২এক্স স্কোর) ও শাকিল আহমেদ (১১১০-২৪এক্স স্কোর) নির্বাচিত হয়েছেন।  ১১০৯-২০এক্স স্কোরে বাদ পড়েছেন সাব্বির আলামিন। নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে আরমিন আশা (১১৩০-২৬এক্স স্কোর), আরদিনা ফেরদৌস (১১২৩-২৩এক্স স্কোর) ও নিলুফা ইয়াসমিন (১১২২-২০এক্স স্কোর) চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হলেও ১১১৩-২৪এক্স স্কোর করে বাদ পড়েন আনজিলা আমজাদ।

১০ মিটার এয়ার রাইফেল পুরুষ বিভাগের নির্বাচিতরা হলেন- আবদুল্লাহ হেল বাকী (১২৫৪.১ স্কোর), রাব্বি হাসান মুন্না (১২৪০.৭ স্কোর) ও রাবিউল ইসলাম (১২৪০.৩ স্কোর)। এই ইভেন্টের বাছাইয়ে ১২৩০.৭ স্কোর করে বাদ পড়েন রিসালাতুল ইসলাম। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে সৈয়দা আতকিয়া হাসান (১২৩৭.১ স্কোর), ফারবিন চৌধুরী রিথিকা (১২২৯.৩ স্কোর) ও নাফিসা তাবাসসুম নাতাশা (১২২৭.৭ স্কোর) চূড়ান্ত পর্বে খেলার জন্য নির্বাচিত হন। তবে সুরাইয়া আক্তার ১২২৪.৯ এবং মনিকা আহমেদ ১২১৬.৮ স্কোর করেও বাদ পড়েন।
 
এজেড/এমএইচ