ছবি : ইএসপিএন ক্রিকইনফো

প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কা করেছিল ৩৮১ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড অধিনায়ক রুট একাই করেছেন ১৮৬। তবে তাতেও ইংল্যান্ড প্রথম ইনিংসে লিড নিতে না পারার সম্ভাবনাই বেশি। গল টেস্টের তৃতীয় দিনশেষে ৯ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩৩৯ রান। 

দুই উইকেট হারিয়ে ৯৮ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। তৃতীয় দিনের শুরুতে ইমবুলদেনিয়ার বলে ৫ চারে ৭৩ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। এরপর ব্যাট করতে এসে তিন রান করে আউট হন জন লরেন্স। 

এরপর জস বাটলার বেশ কিছুক্ষণ অধিনায়ককে সঙ্গ দেন। হাফ সেঞ্চুরি তুলে তিনি আউট হন মেন্ডিসের বলে ৭ ‍চারে ৯৫ বলে ৫৫ রান করে। অন্যপাশে সতীর্থরা আসা যাওয়ার মিছিলে থাকলেও আরেক প্রান্তে ঠিকই অবিচল থাকেন অধিনায়ক জো রুট। 

টেস্ট ক্যারিয়ারে তুলে নেন নিজের ১৮ তম শতক। শেষ পর্যন্ত ১৮ চারে ৩০৯ বলে ১৮৬ রান করে রান আউটে কাটা পড়েন রুট। শূন্য রানে অপরাজিত থাকা জেক লিচের সঙ্গে চতুর্থ দিন শুরু করবেন জেমস অ্যান্ডারসন। 

এমএইচ