ছবি : বিসিবি

দ্বিতীয় ওয়ানডে ও সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন দেখা যাবে একাদশে। সিরিজ নিষ্পত্তি হলেও বিশ্বকাপ সুপার লিগের জন্য পয়েন্ট ছাড়তে রাজি নয় বাংলাদেশ ও উইন্ডিজ দল। এই ম্যাচে ওয়ানডে অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

করোনার কারণে ঝুঁকি এড়াতে ওয়ানডে সিরিজের জন্য বেশ বড় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ১৮ সদস্যের দল থেকে প্রথম ওয়ানডেতে যে ১১ জন খেলেছেন, দ্বিতীয় ম্যাচেও তারাই সুযোগ পেয়েছেন। বাকি সাত জন ক্রিকেটারকে মাঠে নামানোর সুযোগ হয়নি টাইগারদের। বাকিদের পরখ করে দেখতে সিরিজের শেষ ম্যাচে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

মিরপুরে ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে তামিম বলেন, ‘যারা এখনো খেলার সুযোগ পাননি, তারা ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত, তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে। আশা করি, যারা আসবে ভালো করবে।’

স্বাগতিক দলের পরিবর্তনে কপাল খুলতে পারে অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে একাদশে ঠাঁই হতে পারে তার। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হতে পারে আরেক অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের। সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন পেসার রুবেল হোসেন।

তবে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় দলে পরিবর্তন আনলেও বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট হারাতে রাজি নন লাল-সবুজের প্রতিনিধিরা। এ বিষয়ে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সিরিজ হারালেও শেষ ম্যাচের ১০ পয়েন্ট ছাড়তে রাজি নয় ইউন্ডিজও। দলটির হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ‘আমরা এসেছিলাম ৩০ পয়েন্টের জন্য। এখনও এই সিরিজ থেকে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। এটাই এখন আমাদের চূড়ান্ত লক্ষ্য।’

তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

উইন্ডিজ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রায়মন রেইফার।

টিআইএস/এমএইচ