কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। কে হবেন বার্সার নতুন কোচ। সে গুঞ্জন আপাতত শেষ হচ্ছে না।

তবে বার্সেলোনা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কে হবেন ক্লাবের কোচ, সে প্রশ্নের উত্তর অবশ্য জানিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতির মাধ্যমে ক্লাবটি জানিয়েছে, ক্লাবটির অস্থায়ী কোচ হচ্ছেন সার্জি বেরহুয়ান, যিনি কিনা ছিলেন ইয়োহান ক্রুইফের ‘স্বপ্নের দলের’ একজন সদস্য। চলতি বছরের শুরুর দিকে তাকে বার্সেলোনা বি দলের কোচ করে আনা হয়েছিল।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, ক্লাবটি এই মুহূর্তে অস্থায়ী কোচ ঘোষণা করার কারণ মূলত জাভি হার্নান্দেজ। আল সাদ থেকে তাকে বার্সেলোনায় আনার প্রক্রিয়া চূড়ান্ত করার আগে বেরহুয়ানকে দায়িত্ব দিয়েছে কাতালানরা। আজ বিকেলেই ক্লাবের মূল দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন তিনি। তার আগে সভাপতি হোয়ান লাপোর্তা তাকে দলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। 

খেলোয়াড়ী জীবনে ক্লাবটির ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইয়োহান ক্রুইফের শিষ্য ছিলেন তিনি। ক্রুইফ বার্সার দায়িত্ব ছাড়ার পরও বেশ কয়েক মৌসুম লাল নীল জার্সি গায়ে চড়িয়েছেন তিনি। বার্সেলোনার খেলোয়াড় থাকা কালে বেরহুয়ান ৩৮৬ ম্যাচ খেলেছেন ক্লাবটির হয়ে। এ সময় ক্লাবটির হয়ে নয়টি শিরোপা জিতেছেন তিনি। 

অন্তর্বর্তীকালীন হলেও কাজটা সহজ নয় তার। দুই হার, তিন জয় আর চারটি ম্যাচ ড্র করে তার বার্সেলোনা আছে লিগের ১১তম অবস্থানে। আলাভেসের বিপক্ষে আগামী শনিবার রাতে বার্সা ডাগআউটে অভিষেক হবে তার। এর আগের দিন সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবেন সভাপতি লাপোর্তা।

এনইউ