লিটন দাস/ফাইল ছবি

কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার! তিনি তো শতবারের চেষ্টাতেই যেন মন দিয়েছেন। আর নির্বাচক-টিম ম্যানেজমেন্টও পুরো বিষয়টাকে রীতিমতো ‘শিক্ষা সফর’ বানিয়ে আস্থা রেখেই চলেছে! তিনি একের পর এক ব্যর্থ হচ্ছেন, কিন্তু একাদশে পরের ম্যাচে ঠিকই জায়গা পেয়ে যাচ্ছেন। এবারের বিশ্বকাপেও চলছে সেই একই স্রোতে হাঁটা! লিটন কুমার দাস, জাতীয় দলে ছয় বছর পার করেও এখনো আছেন শিক্ষানবীশ হয়েই!

বিশ্বকাপ মিশনে অবশ্য অনেকেই ব্যর্থ, তারপরও আলাদা করে কেন তার নাম এমন প্রশ্ন তুলতে পারেন অনেকে। কিন্তু এটা তো ভুললে চলবে না লিটন যেভাবে যেভাবে খেলছেন আউট হচ্ছেন, সেটা দৃষ্টিকটু লাগছে সবারই। সঙ্গে বাজে ফিল্ডিং তো আছেই। বিশ্বকাপের সুপার টুয়েলভে যেখানে জয়ে মিশন শুরু হতে পারতো বাংলাদেশ, সেখানে তার দুটো মিসেই তো সর্বনাশ। 

এরপর বিশ্বকাপ অভিযানে দ্বিতীয় ম্যাচেও সুযোগ মিলল। তুমুল বিতর্কের মুখেও তাকে দলে রাখল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু লিটন সেই আগেরই লিটন। এবার ব্যাটে মাত্র ৯। তাইতো একদিন আগেই এই ওপেনারকে নিয়ে স্লোগান উঠলো আর নয়, লিটন! যে ক্রিকেটার অভিষেকের ৬ বছর পর এসেও একই ভুলের ফাঁদে পা দেন তাকে আর কতোদিন টানবে দল?

পরিসংখ্যান তো আর মিথ্যা বলে না! অভিষেকে পর লিটন টি-টোয়েন্টি খেলেছেন ৪৩টি। মাত্র ১৮.৯২ গড়ে রান মাত্র ৭৭৬। স্ট্রাইক রেট ১২৭.৪২। একনে ওপেনারের জন্য যা মোটেও আহামরি কিছু নয়। তারচেয়েও বিস্ময়কর ব্যাপার হলো- এই ২০২১ সালে সব শেষ ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার শুধু হতাশাই সঙ্গী হয়েছে। যেখানে রান মাত্র ১৪০, গড় ১০.৭৬! ভুল পড়েন নি! এই হলো বাস্তবতা অথচ তাকেই কিনা বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে।  

অথচ মেঘে মেঘে অনেক বেলা হলো। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন সেটাও বছর ছয়েক আগের ঘটনা। ২০১৫ সালের ৫ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক। তারপর থেকেই বলা হচ্ছে অতল সম্ভাবনাময় এক ক্রিকেটার তিনি। যিনি খেললে নাকি ক্রিকেট দেবতারাও স্থির হয়ে বসে পড়েন। মুগ্ধ হয়ে দেখেন লিটন কুমারের খেলা। কিন্তু এই ডানহাতি খেলেন কম সময়ই। প্রায় সব সময় উইকেটে আসা-যাওয়ার মিছিল করতে করতেই কেটে যায় বেলা!

পরিসংখ্যান তো আর মিথ্যা বলে না! অভিষেকে পর লিটন টি-টোয়েন্টি খেলেছেন ৪৩টি। মাত্র ১৮.৯২ গড়ে রান মাত্র ৭৭৬। স্ট্রাইক রেট ১২৭.৪২। একনে ওপেনারের জন্য যা মোটেও আহামরি কিছু নয়। তারচেয়েও বিস্ময়কর ব্যাপার হলো- এই ২০২১ সালে সব শেষ ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার শুধু হতাশাই সঙ্গী হয়েছে। যেখানে রান মাত্র ১৪০, গড় ১০.৭৬! ভুল পড়েন নি! এই হলো বাস্তবতা অথচ তাকেই কিনা বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে।  

লিটনের সব শেষ সাত ইনিংস রীতিমতো ফোন ডিজিটের মতো- ৯, ১৬, ২৯, ৬, ৫, ১ ও ১৬! তারপরও কবে কখন লিটনের ব্যাট ঝলসে উঠবে তার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট! দুঃসময় একজন ব্যাটসম্যানের জীবনে আসতে পারেই। কিন্তু লিটন প্রতি ম্যাচে যেখাবে উইকেট বিলিয়ে আসছেন তাতে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে!

ব্যাপারটা এমন, সবাই খারাপ খেলছে বলে তার ভুলগুলো তার ব্যর্থতায় আলাদা করে চোখ দেওয়া যাবে না! বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর এক প্রবাসী দশর্ক প্রশ্ন রাখলেন, ‘কীসের স্বার্থে বারবার সুযোগ দেওয়া হচ্ছে লিটন দাসকে। তার বিকল্প যদি নির্বাচকরা না পায়, তবে তো নির্বাচকদের বিকল্পও ভাবা উচিত।’ কষ্টের টাকায় মাঠে এসে খেলা দেখে এমন বিপর্যয়ের পর এতোটা রাগ একজন প্রবাসী দর্শকের হতেই পারে।

অথচ তিনি ব্যাটিংটা ঠিকঠাক মতো না করতে পারলেও তার হয়ে ব্যাট ধরছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এমনকি মাশরাফি বিন মর্তুজাও। সবাই মনে করিয়ে দিচ্ছেন লিটন দারুণ প্রতিভা! কিন্তু সেই প্রতিভার বিচ্ছুরণ হ্যালির ধুমকেতু মতো বিরলতম হয়ে যাচ্ছে। আবার কবে দেখা যাবে সেই আশায় তাকে টেনে নিচ্ছে দল। এই যেমন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও ভুল ধরিয়ে দিয়ে গণমাধ্যমে বলে যাচ্ছেন, ‘শুধু লিটন দাস একা খারাপ খেলছে না!’

ব্যাপারটা এমন, সবাই খারাপ খেলছে বলে তার ভুলগুলো তার ব্যর্থতায় আলাদা করে চোখ দেওয়া যাবে না! বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর এক প্রবাসী দশর্ক প্রশ্ন রাখলেন, ‘কীসের স্বার্থে বারবার সুযোগ দেওয়া হচ্ছে লিটন দাসকে। তার বিকল্প যদি নির্বাচকরা না পায়, তবে তো নির্বাচকদের বিকল্পও ভাবা উচিত।’ কষ্টের টাকায় মাঠে এসে খেলা দেখে এমন বিপর্যয়ের পর এতোটা রাগ একজন প্রবাসী দর্শকের হতেই পারে।

এটাতো এখন অনেকেরই জানা, বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের বাড়তি টান লিটন কুমার দাসের জন্য। তবে শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে তার জায়গাটা বেশ নড়বড়েই মনে হচ্ছে। নাঈম শেষ রান পাচ্ছেন। এ অবস্থায় ওপেনিংয়ে তার সঙ্গে সৌম্যকে দেখাও যেতে পারে। যে ক্রিকেটার বিশ্বকাপের ৫ ম্যাচে করেছেন ৬৫, সেই লিটন কুমার দাসকে আর কতো টেনে বেড়াবে বাংলাদেশ?

এটি/এনইউ