নবাবের অন্য রকম এক দিন
অন্য দশ দিনের তুলনায় আজকের বিকেলটি একটু ব্যতিক্রম ছিল ওবায়দুর রহমান নবাবের। কাতার প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নে দেশে এসেছিলেন। সেই স্বপ্ন প্রায় দেড় বছর পর পূর্ণ হলো। আজ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অনুশীলন করেছেন নবাব।
গত বছর বাংলাদেশ দল কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে গিয়েছিল। সেই ম্যাচ খেলতে গিয়ে জামালের সঙ্গে পরিচয় হয় নবাবের। জামালের মাধ্যমেই তিনি বাংলাদেশে খেলতে আসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিংসের সাথে চুক্তি হলেও স্পেনিশ কোচ অস্কার ব্রুজন তাকে দলে তেমন সুযোগ দেননি। এএফসি কাপে বসুন্ধরার সঙ্গে যেতেও পারেননি ইনজুরির জন্য।
বিজ্ঞাপন
কাতারে বিশ্বমানের একাডেমিতে ছিলেন নবাব। কাতারে খেলার অভিজ্ঞতাও ছিল তার। বাংলাদেশ দলের কোচ জেমি ডে তাকে দলে ডাকতে পারেননি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই দেখে। সাফে দায়িত্ব পেয়েছিলেন বসুন্ধরা কিংসেরই কোচ অস্কার ব্রুজন। অস্কারও তাকে দলে ডাকেননি। বসুন্ধরার প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর কোচ জাতীয় দলের কোচ হওয়ার পরই নবাব দলে সুযোগ পেয়েছেন।
নবাব কিছুটা দেরিতে ডাক পেলেও অস্কারকে কাঠগড়ায় দাড় করাননি, ‘নিঃসন্দেহে অন্য কোচদের তুলনায় অস্কার আমাকে ভালো চেনেন। সেই সময় আমার কিছুটা ইনজুরি ছিল। এজন্য সে ডাকেনি আমার ভবিষ্যত বিবেচনা করেই। এ নিয়ে আমার কষ্ট নেই। ল্যামোস আমাকে দলে ডেকেছেন, আমি গর্বিত।’
বিজ্ঞাপন
আজ অনুশীলন করে বেশ তৃপ্ত হয়েছেন নবাব, ‘বাংলাদেশ দলের জার্সি পড়ব এই স্বপ্নেই আমি কাতার ছেড়ে এখানে এসেছি। দলের সঙ্গে প্রথম অনুশীলন করে খুবই ভালো লাগছে।’ আবেগ থাকলেও পেশাদারিত্বের জায়গায় ঠিকই রয়েছেন নবাব, ‘এখন আমাকে প্রমাণ করে দলে জায়গা করে নিতে হবে। আমি একাদশেই খেলতে চাই।’
নবাবের মতোই অন্য রকম একদিন কোচ ম্যারিও ল্যামোসের। বছর তিনেক আগে ফিটনেস কোচ হয়েই বাংলাদেশে এসেছিলেন। পরবর্তীতে আবাহনীর প্রধান কোচ হন। তিন বছর ঘুরে ঘটনাচক্রে জাতীয় দলের ভারপ্রাপ্ত হেড কোচ।
ভারপ্রাপ্ত কোচ হয়ে এখন খানিকটা সংকটেই পড়ে আছেন ল্যামোস। ২৪ জনকে ডেকেছিলেন প্রাথমিক দলে। দুই দিন অনুশীলন করাতে পারেননি। আজ ১৪ জন নিয়েই মাঠে নেমেছেন। ২৪ জনের মধ্যে তিন জন ক্যাম্পে আসবেন না জানিয়ে দিয়েছেন। আরো দুই একজনকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় ল্যামোসের ভাবনা, ‘এখানে নতুন করে আর কাউকে ডাকা হবে না। কুয়েতে অনুর্ধ্ব ২৩ দলে সিনিয়র দলের ছয়জন রয়েছে। পারফরম্যান্স বিবেচনায় সেখান থেকে আরো দুই জন নেয়া হতে পারে।’
২৫ অক্টোবর রিপোর্টিং ছিল চারজাতির শ্রীলঙ্কা টুর্নামেন্টের জন্য। গত দুই দিন অনুশীলন হয়নি ফুটবলার সংকটের জন্য। আজ বাধ্য হয়ে ১৪ জন নিয়েই নেমেছেন ল্যামোস।
এজেড/এনইউ