শতভাগ দিয়েও ‘হচ্ছে না’ তাসকিনদের
একের পর এক হার। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল। টানা হারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদদের। কদিন আগে টাইগার শিবিরের সদস্য নাসুম আহমেদ তো বলেই বসলেন, ‘আমাদের দ্বারা হচ্ছে না’। আজ (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর তাসকিন আহমেদ জানালেন, একশ দশ ভাগ দিয়েও সফলতার দেখা পাচ্ছে না তারা। তবুও তাসকিনের দাবি, গোটা টুর্নামেন্টে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বললেন, ‘আমি মনে করি আমরা এখনও আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেমন পারফর্ম করছি তার চেয়েও আমরা ভালো দল। কিছু সহজ জয় আমরা হাতছাড়া করেছি যা জেতা উচিৎ ছিল।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন তাসকিন, ‘কেউ তো ইচ্ছা করে খারাপ করে না। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। আমি নিশ্চিত, সবাই একশ দশ ভাগ দিচ্ছি। তারপরও কিছু জায়গায় হয়নি। ভবিষ্যতে যেন শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি।’
সুপার টুয়েলভ পর্বে টানা চার ম্যাচে হার। যার দুটোতে জয়ের খুব কাছে ছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও পাল্লা ভারি ছিল। এবারের বিশ্বকাপে আর একটি ম্যাচ বাকি টাইগারদের। নিজেদের শেষ ম্যাচে অজিদের মুখোমুখি মাহমুদউল্লাহরা। ম্যাচটি জিতে দেশকে অন্তত একটি জয় উপহার দিতে চান তাসকিন।
বিজ্ঞাপন
তাসকিন বলেন, ‘দুইটা জেতা ম্যাচ জিততে পারলে অনেক কিছুই মনে হত না। সহজ দুইটা ম্যাচ হারাতে সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। ব্যাটিং ক্লিক করেনি কিছু ম্যাচে, এজন্য অনেক কিছু মনে হচ্ছে। যেটা চলে গেছে ওটা তো ফেরত আনতে পারব না। সামনে একটা ম্যাচ আছে, যতটা ভালো খেলা যায়। দেশকে একটাও যদি জয় উপহার দিতে পারি। এটাই আমাদের জন্য অনেক। সামনের দিনগুলো যাতে ভালো যায় সেই চেষ্টা করছি।’
টিআইএস/এনইউ