আগেই গুঞ্জন ছিল, রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগ দেবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বিশ্বকাপের মধ্যেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হবে ভারতীয় দলে রবি শাস্ত্রী অধ্যায়। বিশ্বকাপের পরেই দলের দায়িত্ব বুঝে নেবেন রাহুল। আজ (বুধবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

রাহুলকে কোচ হিসেবে চূড়ান্ত করে বিসিসিআই জানায়, ‘সুলক্ষণা নায়েক ও আর পি সিংহর উপদেষ্টা কমিটি বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করেছে। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।’