কাল থেকে শুরু ডিআরইউ ক্রিকেট
ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল (বুধবার)। টুর্নামেন্ট উপলক্ষে আজ (মঙ্গলবার) ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন, টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয়।
এবারের টুর্নামেন্টে ৫২ টি দল অংশগ্রহণ করছে। দল সংখ্যা অধিক হওয়ায় চারটি গ্রুপে ছয় দল ও চারটি গ্রুপে সাত দল। গ্রুপ পর্বও হবে নক আউট ভিত্তিক।
বিজ্ঞাপন
দেশের অন্যতম শীর্ষ অনলাইন ঢাকা পোস্ট পড়েছে ‘জি’ গ্রুপে। ঢাকা পোস্টের গ্রুপে রয়েছে আমাদের অর্থনীতি, ভোরের কাগজ, নয়া দিগন্ত, অবজারভার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আরটিভি। ঢাকা পোস্ট প্রথমে আমাদের অর্থনীতির বিপক্ষে খেলবে। নক আউট ম্যাচে জিতলে গ্রুপের অন্য বিজয়ীর সঙ্গে খেলবে।
আট গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল ও ফাইনাল। সিক্স এ সাইড খেলাগুলো অনুষ্ঠিত হবে পল্টন ময়দানে।
বিজ্ঞাপন
আজ ঢাকা রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ রবিউল ইসলাম মিল্টন।
এমএইচ