করোনা-ভয়ে বাংলাদেশে না আসা হোপই করোনার কবলে!
শাই হোপ/ফাইল ছবি
করোনার ভয় আর দীর্ঘদিন জৈব-সুরক্ষা বলয়ে থাকার অবসাদ থেকে মুক্ত থাকতে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন উইন্ডিজ ক্রিকেটার শাই হোপ। কিন্তু করোনার ছোবল থেকে রক্ষা মেলেনি তার। ওয়েস্ট ইন্ডিজেই ভাই কাইল হোপসহ করোনা পজেটিভ হয়েছেন তিনি।
বার্বাডোজের রিজিওনাল সুপার ফিফটি কাপে খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন হোপ। সেখানে গত রবিবার নীতিমালা অনুসারে করা করোনা পরীক্ষাতেই দুঃসংবাদটি পান তিনি। সঙ্গে তার ভাই কাইলও পেয়েছেন করোনায় আক্রান্ত হওয়ার খবর। সঙ্গে গায়ানার টেভন গ্রিফিথও করোনা পজেটিভ হয়েছেন। সবারই বদলি নেয়া হয়েছে দলে, তিনজনই বর্তমানে আইসোলেশনে আছেন।
বিজ্ঞাপন
হোপসহ করোনার ভয়ে বাংলাদেশে আসেননি দশজন ক্রিকেটার। তাদের অনুপস্থিতিটা ভালোভাবেই টের পাচ্ছে উইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হেরেছে ৩-০ ব্যবধানে। বিশেষ করে হোপসহ টপ অর্ডার ব্যাটসম্যানদের অনুপস্থিতি দলকে ভুগিয়েছে বেশ। তিন ম্যাচের প্রতিটিতেই অলআউট হয়েছে ২০০ রানের আগেই।
এনইউ
বিজ্ঞাপন