দ্বিতীয় ম্যাচ শেষে আজ এই হাসিটাই ধরে রাখতে চাইবে বাংলাদেশ/ক্রিকইনফো

বিশ্বকাপের ব্যস্ত মিশন শেষে ঘরে ফিরে দু’দণ্ড বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। নেমে পড়তে হয়েছে দ্বিপাক্ষিক সিরিজে। ২ ম্যাচ টেস্ট সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়ে বাংলাদেশ দল। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা।

ঘুরে দাড়ানোর প্রত্যয়ে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্বাগতিক শিবিরের লক্ষ্য যেখানে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো, সেখানে সফরকারীরা চাইবে এ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে রাখা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরুর হবে দুপুর ২টায়।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ: 

বাংলাদেশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

টিআইএস