বিশ্বকাপে বাংলাদেশ
কারো ‘ভাষা জানা নেই’, কেউ বলছেন ‘সবচেয়ে স্মরণীয় দিন’
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশে নারী দল। কয়েক দিন আগেও নিগার সুলতানা-রুমানা আহমদদের কাছে এটি ছিল স্বপ্নের মতো। বাস্তব হয়তো বানানো সম্ভব ছিল, কিন্তু কঠিন। এখন সবকিছুই সত্যি ও সহজ। করোনার নতুন ধরনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গেছে বিশ্বকাপ বাছাই।
এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে এমনিতে গ্রুপের শীর্ষেই ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু তারা বিশ্বকাপে পৌঁছে গেছে র্যাঙ্কিংয়ে সেরা আটের ভেতর থাকায়। এরপর নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন দলের সদস্যরা। কারো কাছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। কেউ বলেছেন, জীবনের সবচেয়ে স্মরণীয় দিন।
বিজ্ঞাপন
কে কী বললেন
আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের জন্য অনেক স্মরণীয় একটা দিন। এই দিনে বিশ্বকাপ কোয়ালিফাই করার খবর এসেছে।। যেহেতু আমরা খুবই ভালোভাবে র্যাঙ্কিংয়ে পাঁচে এসেছি। নিজের কাছে আনন্দ লাগছে, দেশবাসীর দোয়া ছিল। সবার দোয়ার জন্য আজ এই অনুভূতির সাক্ষী হলাম। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারি।
বিজ্ঞাপন
ফাহিমা খাতুন
আমরা আসলে বিশ্বকাপে যেতে পেরে অনেক বেশি আনন্দিত। এটা বলে বোঝানো যাবে না কত আনন্দের। সবচেয়ে বড় বিষয় আল্লাহর অশেষ রহমত, এখানে এসেছিলাম বিশ্বকাপ নিশ্চিত করতে। তাতে সফল হয়েছি। সবাই মিলে করেছি। আশা করবো বিশ্বকাপে আমরা ভালো করবো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। যেন বাংলাদেশের জন্য ভালো কিছু আনতে পারি।
সালমা খাতুন
আসলে আমাদের অনেকদিনের চেষ্টা ও এর ফল হিসেবেই আসলে আমরা বিশ্বকাপে, নিজেদের প্রমাণ করতে পেরেছি। আমরা আবেগটা ধরে রাখতে পারিনি। আনন্দের কথা, উচ্ছ্বাসের কথা বলে বুঝাতে পারবো না। আমাদের পুরো দল অনেক আনন্দিত। আশা করি কষ্টের ফল হিসেবে সামনের বিশ্বকাপেও ভালো করতে পারবো।
রোমানা আহমেদ
আলহামদুলিল্লাহ, যে আমরা কোয়ালিফাই করতে পেরেছি। যে উদ্দেশ্যে এসেছিলাম, তাতে সফল হয়েছি। এই সফলতা এখানেই শেষ নয়। আমাদের এই সফলতা বাংলাদেশে নারীদের ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি, বিশেষত আমাদের সকল মেয়েদের, এছাড়াও পুরো বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। পুরো বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা এটা পেরেছি। ইন শা আল্লাহ জয়ের ধারাবাহিকতা ধরে আমরা যে উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। বিশ্বকাপের মতো মঞ্চে আমরা আরও ভালো কিছু করতে চাই। ইন শা আল্লাহ আমরা পারবো।
নিগার সুলতানা
বাংলাদেশ নারী দলের হেড কোচ হিসেবে আজকের দিনের অনুভূতি- বাংলাদেশ দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমার কোচিং ক্যারিয়ারের সেরা দিন এটি। আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, নারী দলের জন্যও। আমাদের যে পরিকল্পনা ছিল গত এক বছর ধরে। এখানে আমাদের সংশ্লিষ্ট ছিল বাংলাদেশ নারী উইংয়ের চেয়ারম্যান, ম্যানেজার, মঞ্জুরুল ইসলাম, আমার সহকর্মী, খেলোয়াড় সবার আন্তরিক চেষ্টা ছিল বিশ্বকাপে নিয়ে যাওয়া মেয়েদের। যেন তাদের ক্রিকেট ভালো অবস্থানে যায়। যেন বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় যেতে পারি। আল্লাহর অশেষ রহমতে পেরেছি। দেশবাসীর কাছে দোয়া চাই।
মাহমুদুল ইমন, হেড কোচ
এমএইচ