দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। আগের দিনের সেট ব্যাটার মুশফিকুর রহিম আজ ফিরলেন তিন বল খেলেই।

উঠন্তি মুলো নাকি পত্তনেই চেনা যায়। তবে আজ সেটা দেখা গেল না মোটেও। হাসান আলী দিনের শুরুটা করেছিলেন মুশফিকের ড্রাইভিং লেন্থে বাজে এক বল করে। মিড উইকেট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে তার জবাবও দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটার।

পরের বলটাও হলো বাজেই। তবে সেটা ছিল অফস্টাম্পের একটু বাইরে, তাই স্কয়ার লেগে ফ্লিক করেই ক্ষান্ত হন মুশফিক। তবে প্রথম ইনিংসে বাংলাদেশকে ধসিয়ে দেওয়া হাসান তার বিষ ফিরিয়ে আনলেন তৃতীয় বলে। লেন্থ বলটা পড়ল পঞ্চম স্টাম্পের লাইনে। সেখান থেকে মৃদু বাঁক নিয়ে ঢুকে এল স্টাম্পে। কী বুঝে মুশফিক নিলেন বলটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। তাতেই ছত্রখান তার স্টাম্প।

তবে মুশফিকের সিদ্ধান্তটা যে আদৌ ভালো কিছু ছিল না, তা দেখা গেছে পরে রিপ্লেতেই। দেখা যাচ্ছিল যদি হাসানের ডেলিভারিটা সুইং না ও পেত, তাহলেও কৌণিক অবস্থানের কারণে বলটা ছুঁয়ে যেত তার অফস্টাম্প। মুশফিকের এমন সিদ্ধান্তে বাংলাদেশের শুরুটা খারাপ হলো বৈকি! 

এনইউ