প্রথম ইনিংসে পেয়েছিলেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেলেন লিটন দাস। নুরুল হাসান সোহানকে নিয়ে জুটিটাও মনে হচ্ছিল জমেই গেছে ক্রিজে। তবে সে ধারণা ভাঙল একটু পরই। লং অনে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। 

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই অ্যাপ্রোচে খানিকটা পরিবর্তন এনেছিলেন দুই ব্যাটার। আরও একটু আক্রমণাত্মক হয়ে লিডটা দ্রুত বাড়িয়ে নেওয়াই ছিল লক্ষ্য। তাতে কিছুটা সফলতাও মিলেছিল। ১১৫ রান নিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় সেশনের প্রথম সাত ওভারে তুলেছে ৩৩ রান।

মাঝে লিটনের ফিফটিটাও হয়ে গেছে। প্রথম ইনিংসের দারুণ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে লড়াকু এক ফিফটি তুলে নেন তিনি।

তবে সেই অতি আক্রমণাত্মক হয়েই উইকেট খোয়া গেল সোহানের। সাজিদ খানকে লং অন দিয়ে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েছেন বদলি হিসেবে নামা এই ব্যাটার। 

এনইউ