আগামী শুক্রবার ঢাকা উত্তরা আনোয়ারা মডেল কলেজে প্রথমবারের মতো শুরু হচ্ছে হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের আয়োজনে ও অরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকায় এবং রাজশাহীতে পৃথক দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

৬০ জন দেশ সেরা আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট খেলোয়াড় নিজেদের প্রতিভা দেখাতে বাংলাদেশের ইতিহাসের প্রথম ওডিআই হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ডিসেম্বরের ০৩ এবং ০৪ তারিখ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উদযাপন এবং আগামীতে ওডিআই আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ এর প্রস্তুুতি নিতেই বাংলাদেশের খেলোয়াড়দের সক্ষমতা যাচাই করে নেওয়াটাই এই ওয়ানডে টুর্নামেন্টের উদ্দেশ্য।

এমএইচ