বিসিবির দায়িত্বে এবার শাহরিয়ার নাফিস
ফাইল ছবি
অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যেকোনো দায়িত্বে দেখা যাবে আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিসকে। কয়েকদিন আগে আব্দুর রাজ্জাককে নতুন দায়িত্ব দেয় বিসিবি। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয় তাকে।
এবার বিসিবিতে নতুন দায়িত্ব পাচ্ছেন শাহরিয়ার নাফিসও। ক্রিকেট অপরাশেন্স বিভাগের নতুন ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে এই ব্যাটসম্যানকে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
তবে নাফিসের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে তার যোগাযোগ হয়েছে বলে জানান নাফিস।
‘আকরাম ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়েছে। উনি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন বিষয়টি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানায়নি। দুই-একদিনের ভেতরে জানাবে। গতদিন বোর্ড সভায় রাজ্জাক ভাইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আমারটা এখনো প্রক্রিয়াধীন বলে শুনেছি।’
ঢাকা পোস্টকে শাহরিয়ার নাফিস
বিজ্ঞাপন
দেশের হয়ে ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে ও এক টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন নাফিস। আন্তর্জাতিক ওয়ানডেতে ১২৬৭ ও টেস্টে ২২০১ রান করেছেন তিনি। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতেও অধিনায়ক ছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
টিআইএস/এমএইচ