এসিসিতে পাপনের জায়গায় ভারতের জয় শাহ
ছবি : সংগৃহীত
গত প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। একই সঙ্গে ২০১৮ সাল থেকে মহাদেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি তিনি।
তবে এবার আর এই দায়িত্বে দেখা যাবে না তাকে। পাপনের জায়গায় বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সেক্রেটারি জয় শাহকে এসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় নিশ্চিত করেছে সংস্থাটি। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে এই দায়িত্ব নেবেন জয় শাহ।
টুইট বার্তায় এসিসি লিখেছে, ‘এসিসি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন। সবচেয়ে কম বয়সে তিনি এই দায়িত্ব নিচ্ছেন। আমরা এই কর্মচঞ্চল নেতার অধীনে এশিয়ার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি।’
বিজ্ঞাপন
২০১৮ সালের নভেম্বরে চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসি সভাপতির দায়িত্ব দেওয়া হয় পাপনকে। এর আগে আনিসুল ইসলাম মাহমুদ, আলী আজগর লবি ও আহম মুস্তফা কামাল এই দায়িত্বে ছিলেন।
— AsianCricketCouncil (@ACCMedia1) January 30, 2021
এমএইচ