অ্যাশেজে নতুন নজির গড়লেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এক পঞ্জিকাবর্ষে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে গিয়েছেন তিনি। চলে এসেছেন ২০০৬ সালে গড়া মোহাম্মদ ইউসুফের বিশ্বরেকর্ডের খুব কাছেও। 

দ্বিতীয় অ্যাশেজ টেস্টে তিনি ৬২ রানের ইনিংস খেলে ইংলিশদের দিয়েছেন লড়াইয়ের দিশা। তার মাঝপথেই শচীনকে টপকে গিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিকে ছাড়ানোর পর আবার মাইকেল ক্লার্ককেও ছাড়িয়ে গেছেন ইংলিশ অধিনায়ক। ২০১০ সালে শচীন করেছিলেন ১৫৬২ রান, আর এর এক বছর তৎকালীন অজি অধিনায়ক ক্লার্ক করেছিলেন ১৫৯৫ রান। সে দুই কীর্তিকেই ছাড়িয়ে গেছেন রুট। 

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং ও অস্ট্রেলিয়ার বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে  ছাড়িয়ে গিয়েছেন রুট। পন্টিং ২০০৫ সালে করেছিলেন ১৫৪৪ রান, তার আগের বছর ল্যাঙ্গার ১৪৮১ রান করেছিলেন।

চলতি বছর দারুণ ছন্দে আছেন রুট। এ বছর এখন পর্যন্ত ১৬০৬ রান করেছেন তিনি। ছয়টি সেঞ্চুরি করেছেন, তার মধ্যে দুটো আছে ডাবল সেঞ্চুরি। তার এমন ফর্মের কারণে হুমকির মুখে এখন সাবেক পাকিস্তান ব্যাটার মোহাম্মদ ইউসুফের রেকর্ডও। ২০০৬ সালে ১৭৮৮ রান করেছিলেন সাবেক পাক অধিনায়ক।

তাকে ছাড়িয়ে গেলে ছাড়িয়ে যাওয়া হবে স্যার ভিভ রিচার্ডস, গ্রায়েম স্মিথদের মতো কিংবদন্তিদেরও। ১৯৭৬ সালে ১৭১০ রান করেছিলেন তিনি। আর ২০০৮ সালে স্মিথের রান ছিল ১৬৫৬। 

২০২১ সাল শেষ হওয়ার আগে রুট পেতে পারেন আরও তিনটি ইনিংস। চলতি বছর তার গড় ৬৫ ছুঁইছুঁই, সে গড়টা তিন ইনিংসে ধরে রাখতে পারলেও ইউসুফকে ছাড়িয়ে যাবেন রুট।

এনইউ