ছবি: বিসিবি

সফরকারী উইন্ডিজ রানের পাহাড়ে চড়ে গিয়েছিল দ্বিতীয় দিন শেষেই। তৃতীয় দিনের প্রথম সেশনে বিসিবি একাদশের ওপর চাপটা বাড়িয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। প্রথম সেশন শেষে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৫৫ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা উইন্ডিজ আগের দিনেই শুরুটা ভালোই করেছিল। ওপেনার জন ক্যাম্পবেল অর্ধশতক তুলে নেন। শেন মোসেলেকে হারানোর পর এনক্রুমাহ বোনারের সঙ্গে জুটি বাঁধেন ক্যাম্পবেল। ব্যক্তিগত ৬৮ রানে ক্যাম্পবেল ফেরার পর উইকেটের একপাশে জার্মেইন ব্ল্যাকউড (৪), কাইল মায়ার্স (৮) ও কাভেম হজের (১৯) আসা যাওয়া দেখেছেন বোনার। অর্ধশতক তুলে নেওয়া এই ব্যাটসম্যান দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ৮০ রান নিয়ে। ১৭৯ রানে ৫ উইকেট হারানো উইন্ডিজ ২৭৬ রানে লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।

তৃতীয় দিনে বোনার থামেন সেই ৮০ রানেই, তাকে তুলে নেন খালেদ আহমেদ। এরপর দ্রুত রাকিম কর্নওয়ালকে হারায় উইন্ডিজ। তবে এরপর জশুয়া দা সিলভা আর রেমন রেইফারের ৮২ রানের অষ্টম উইকেট জুটি সফরকারীদের লিডটাকে আরও বড় রূপ দেয়। দলীয় ২৭২ রানে জশুয়া ফেরার পর অবশ্য খুব বেশি দূর এগোয়নি, ২৯১ রানে শেষ হয়েছে তাদের ইনিংস। মুকিদুল ৪ টি ও খালেদ আহমেদ ৩ টি উইকেট শিকার করেন। চতুর্থ ইনিংসে বিসিবি একাদশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৮৯ রানের।

এনইউ