ছবি: সংগৃহীত

শেষ ১১ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩০ বার বল জড়িয়েছে ম্যানচেস্টার সিটি। সে দলটাই শনিবার রাতে গোলের দেখা পেয়েছে মাত্র একটি। তবে তাতেই শেফিল্ডের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হয়ে গেছে দলটির। তাতে শীর্ষে আরও জাঁকিয়ে বসেছে পেপ গার্দিওলার দল।

গার্দিওলার দল বলের দখলে এগিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক! শনিবার রাতে নিজেদের মাঠে সিটি বল দখলেও রেখেছে বেশ। সে দলটাই নয় মিনিটে এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে ফেরান তরেস বল বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে। বল আয়ত্বে এনে সহজেই ডান পায়ের এক শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড।

প্রথমার্ধটা এই ব্যবধানেই শেষ হয় সিটির। ৪৭ মিনিটে রুবেন ডিয়াজ লক্ষ্যভ্রষ্ট এক শট নিলে এগিয়ে যাওয়া হয়নি দলটির। ৭২ মিনিটে ওলেস্কান্দার জিনচেঙ্কোর শট ঠেকিয়ে শেফিল্ডকে ম্যাচে রাখেন গোলরক্ষক অ্যারন। 

গেল ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে আসা শেফিল্ড এদিন সুযোগ পেয়েছিল ম্যাচে সমতা ফেরানোর। তবে ৮৬ মিনিটে জন ফ্লেকের শটটি বেরিয়ে যায় লক্ষ্যের একটু বাইরে দিয়ে, ফলে সমতায় আর ফেরা হয়নি শেফিল্ডের। ১-০ জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

দিনের অন্য ম্যাচে অবশ্য আর্সেনালের বিপক্ষে ম্যানইউ করেছে গোলশূন্য ড্র। ফলে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ইউনাইটেড সিটি থেকে আরও পিছিয়ে পড়েছে। ২০ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট অর্জন করেছে সিটি।

এনইউ