লেভান্তের কাছে হার জিদানহীন রিয়ালের
ছবি: সংগৃহীত
কোচ জিনেদিন জিদানকে ছাড়াই আগের ম্যাচে জ্বলে উঠেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শনিবার রাতে তারা ফিরলো চলতি মৌসুমের চিরচেনা চেহারায়। ম্যাচের প্রায় ৮০ মিনিট দশ জন নিয়ে খেলে হেরেছে ২-১ ব্যবধানে।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে রিয়ালের দুর্দশা শুরু হয় নবম মিনিটে। প্রতি আক্রমণে রিয়াল বক্সের দিকে এগোতে থাকা সার্জি লিওনকে ফাউল করে বসেন এডার মিলিতাও। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর যাচাইয়ের পর তাকে লাল কার্ড দেখান রেফারি।
বিজ্ঞাপন
তবে ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়ালই। নিজেদের অর্ধ থেকে টনি ক্রুসের পাস খুঁজে পায় মার্কো অ্যাসেন্সিওকে। এরপর সেটা লেভান্তের জালে পাঠান স্প্যানিশ এই ফরোয়ার্ড। তবে অ্যাসেন্সিওর কাছে দলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল ২৭ মিনিটে। কিন্তু যে যাত্রায় তিনি শট রাখতে পারেননি লক্ষ্যেই, রক্ষা পায় লেভান্তে।
৩২ মিনিটে তারই সুযোগ নিয়ে সমতা ফেরায় সফরকারীরা। হোর্হে মিরামনের ক্রস অরক্ষিত অবস্থায় পেয়ে যায় অধিনায়ক মোরালেসকে, দারুণ এক ভলিতে দলকে সমতায় ফেরান তিনি। এর কিছু পরে লেভান্তের কাছেও সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। রজার মার্তির শট ঠেকিয়ে দলকে সে যাত্রায় বিপদমুক্ত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এবার পা দিয়ে। বিরতির আগ পর্যন্ত রিয়ালকে চাপে রাখলেও লেভান্তে গোলের দেখা পায়নি আর।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধেও রিয়ালের মিসের মহড়া চলেছে প্রথমার্ধের মতো। টনি ক্রুসের বাড়ানো বল সুবিধাজনক জায়গায় পেয়েও গোলবঞ্চিত থাকেন বেনজেমা। এরপর লেভান্তে পেনাল্টি পেলেও থিবো কোর্তোয়ার কল্যাণে ম্যাচে ছিল রিয়াল।
তবে সে স্বস্তির স্থায়িত্ব ছিল কেবল ১৫ মিনিট। ৭৮ মিনিটে পাওয়া এক কর্নার থেকে দুই তিনটি পাস ঘুরে পেনাল্টি মিস করা রজার মার্তি করেন সফরকারীদের জয়সূচক গোলটি। এর ফলে লিগের চতুর্থ হারের বিস্বাদ পায় রিয়াল। ২০ ম্যাচ থেকে দলটির সংগ্রহ ৪০ পয়েন্ট, আছে তালিকার দ্বিতীয় স্থানে। তবে রিয়ালের এই হার বার্সেলোনাকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ করে দিয়েছে। আজ রাতে নিজেদের মাঠে যদি বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে হারায় তবে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে উঠে আসবে তালিকার দ্বিতীয় স্থানে।
তবে চূড়ান্ত লাভটা হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। আজ রাতে জিতলেই দ্বিতীয় স্থানে থাকা দল থেকে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে এগিয়ে যাবে সিমিওনের শিষ্যরা।
এনইউ