চলতি বছর বাংলাদেশের ক্রিকেটে মাঠের পারফরম্যান্স ছিল দুই রকমেরই। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল টাইগাররা। কিন্তু বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স। এরপর ঘরের মাঠে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটাকে হতাশাজনক মনে করছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি সাংবাদিকদের কী বলেছেন, তা হুবুহু দেওয়া হলো পাঠকদের জন্য।
 
চলতি বছর কেমন গেল?

হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি লক্ষ্য ছিল। সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ। কিন্তু এরকম এর আগেও হয়েছি। এরপর আমরা ভালোভাবে ফিরে আসতে পেরেছি। আশা করছি নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের আরো ইমপ্রুভ করতে পারি।
 
কোথায় উন্নতি দরকার?

সব জায়গায় উন্নতি দরকার। খেলার সময়ও উন্নতি দরকার আছে। আবার খেলা ছাড়াও উন্নতি দরকার আছে। চেষ্টা থাকবে যে যে জায়গায় চিহ্নিত করা যায়। একসঙ্গে সবাই বসে সেসব জায়গায় যেন উন্নতি করা যায়। 

নিউজিল্যান্ড সিরিজে ব্যাটসম্যানদের পরামর্শ কী?

ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষ টাইমে অনেকেই সেঞ্চুরি করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই সেঞ্চুরি করেছি। ওখানে আসলে রান করা যায়। ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। এখন পর্যন্ত আসলে বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলবো। 

সামনে আন্তর্জাতিক সিরিজ আছে, আপনি থাকবেন?

না থাকার কোনো কারণ আছে?

এমএইচ/এটি