ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে খুব বেশি ছন্দে ছিলেন না সাকিব আল হসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে ঝলক দেখালেও ব্যাটিংয়ে ছিলেন নিষ্প্রাণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাজিমাত সাকিবের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট-বলে হাতে পারফর্ম করে সিরিজ সেরা হন তিনি। এরপর কুঁচকির চোটের জন্য প্রথম টেস্টের আগে অনুশীলনের খুব বেশি সুযোগ পাননি টাইগার অলরাউন্ডার। ঘাটতি পোষাতে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে ছুটির দিনেও অনুশীলনে হাজির সাকিব।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বল করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। ব্যথায় কাতর সাকিব পরে মাঠ থেকে উঠে যান। অবস্থা গুরুত্বর হওয়ায় সে ম্যাচে আর ফিরতে পারেননি তিনি। পরে স্ক্যান করার পর জানা যায়, শঙ্কা মুক্ত ওয়ানডেতে বিশ্বসেরা এই অলরাউন্ডার। নাম আছে টেস্ট স্কোয়াডের ১৮ সদস্যের দলে। তবে শনিবার অনুশীলনে ফিরে ভালো অনুভব করছিলেন না সাকিব। ব্যাটিংয়ে নেমে সুইপ শটস খেলতে গিয়ে অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। খোলা চোখে দেখে বোঝা যায়, ব্যথাটা পুরোপুরি ভালো হয়নি তার।

রোববার (৩১ জানুয়ারি) বাংলাদেশ দলের কোনো অনুশীলন সূচি ছিল না। এদিন হোটেলে বসে ছুটি উপভোগ করেছেন টেস্ট স্কোয়াডের সদস্যরা। তবে ব্যতিক্রম ছিলেন সাকিব। প্রস্তুতির ঘাটতি পোষাতে হোটেল থেকে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছুটে যান তিনি। সঙ্গে নেন দলের হেড রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়ান ক্যালফেতোকে।

সাকিবের সঙ্গে এদিন সাগরিকার মাঠে দেখা গেছে দলের আরেক সদস্য তাসকিন আহমেদকেও। তবে এই পেসার রোববার কোনো স্কিল অনুশীলন করেননি। খানিক রানিং করে অনুশীলন পর্বের ইতি টানেন। দলের অন্য সদস্যরা না থাকায় সাকিব ব্যটিং অনুশীলন সারেন নেট বোলাদের দিয়ে। কিছুক্ষণ খেলেন থ্রো-ডাউন। 

তবে বোলিং অনুশীলনের সময় খানিক বিপত্তি তৈরি হয়। পরে সাকিবকে সাহায্য করতে এগিয়ে আসেন ডমিঙ্গো। নেমে পড়েন ব্যাটিংয়ে। হেড কোচকে টানা ৫ ওভারের মতো বোলিং করেন টাইগার অলরাউন্ডার। পুরোটা সময় তার ওপর সতর্ক চোখ ছিল দলের ফিজিও ক্যালেফাতোর। 

টিআইএস/এমএইচ