হাসান-রাব্বির মধ্যে টেস্ট ভবিষ্যৎ দেখছেন বাশার
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে তরুণ দুই ক্রিকেটার হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বিকে। বেশ কিছুদিন ধরেই মূল দলের আশেপাশে আছেন তারা। জাতীয় দলের একাদশে নিয়মিত না হলেও বেশ কয়েকটি সিরিজের স্কোয়াডে ডাক পাচ্ছেন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যের টেস্ট দলেও আছেন হাসান-রাব্বি। এই সিরিজে তাদের মাথায় টেস্ট ক্যাপ না উঠলেও দুই ক্রিকেটারের জন্য ভালো সুযোগ দেখছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
ঘরোয়া ক্রিকেটে বেশ পরীক্ষিত নাম রাব্বি। এ পর্যন্ত ৫১টি প্রথম শ্রেণির ম্যাচের পাশাপাশি ৭৩টি লিস্ট এ ম্যাচ ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ডানহাতি ব্যাটসম্যানের। যেখান ৬ হাজারের ওপরে রানের মালিক রাব্বি। প্রায় দেড় বছরের অধিক সময় ধরে জাতীয় দলের রাডারে আছেন তিনি। ছিলেন ২০১৯ সালে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও।
বিজ্ঞাপন
তবে স্কোয়াডে নিয়মিত ডাক পেলেও এখনো কোনও ফরম্যাটের অভিষেক ক্যাপ মাথায় ওঠেনি রাব্বির। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়াবেন, সে সম্ভাবনাও ক্ষীণ। তবে রাব্বির সামনে ভালো সুযোগ দেখছেন নির্বাচক বাশার। ভবিষ্যতের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে বলে জানান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
রোববার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘দুজনের জন্যই ভালো সুযোগ। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে তাদের খেলাবে, তাহলে তাদের নতুন ক্যারিয়ার শুরু হবে। আর যদি একাদশে না থাকে তাহলেও তারা নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে। কারণ পরবর্তীতে যখন তারা সুযোগ পাবে, তখন যেন তাদের কাছে পরিবেশটা নতুন মনে না হয়। সুতরাং এসব মাথায় রেখেই, ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কোয়াডটা বড় করা হয়েছে। যারা খেলার সুযোগ পাবে না, তারা যেন টিমের সংস্কৃতির সাথে মানিয়ে নিতে পারে।’
বিজ্ঞাপন
দুজনের আরেকজন পেসার হাসান মাহমুদ। রাব্বির মতো ঘরোয়া ক্রিকেটে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই ২১ বছর বয়সী ক্রিকেটারের। তবে যে কয়টি ম্যাচ খেলেছেন, তাতেই নির্বাচকদের আস্থা বাড়িয়েছেন ডানহাতি পেসার। জাতীয় দলে অভিষেক ক্যাপও মাথায় তুলেছেন তিনি। দুইটি ওয়ানডের সঙ্গে খেলেছেন একটি টি-টোয়েন্টি ম্যাচ। গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাস্তানুবাদ করা হাসানে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন বাশার।
এই নির্বাচক জানালেন, ‘খুব বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ কিন্তু এই ছেলেটা খেলেনি। কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা প্রতিভা। আমরা মনে করি হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি। বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এ ধরণের পেসার কিন্তু আমাদের খুব দরকার যাদের বলে বাড়তি পেস থাকে। তার খুব ভালো একটা ভবিষ্যৎ আছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে।’
টিআইএস/এমএইচ