নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দুই সপ্তাহ পর কোভিড সেন্টার থেকে মুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ (রোববার) প্রথমবারের মতো নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের অনুশীলনে উপস্থিত ছিলেন হেরাথ। সেখান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শ্রীলঙ্কান।

হেরাথ বলেছেন, ‘তারা (নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ) আমাকে তাদের কোভিড সেন্টার থেকে মুক্তি দিয়েছে, মূলত ২ দিন আগেই ফিরেছি। আমি দলের সঙ্গে যোগ দিতে পেরে খুবই খুশি। একই সঙ্গে আমি দুই সপ্তাহ খুব কঠিন সময়ও পার করেছি। আমি বিসিবি ও নিউজিল্যান্ডের হেলথ কেয়ারকে ধন্যবাদ দিতে চাই তারা যেভাবে আমাকে দেখেশোনা করেছে তার জন্য। সুতরাং এ জন্য অনেক বেশি ধন্যবাদ তাদেরও দিতে হয়।’

আইসোলেশন শেষে মুক্ত বাতাসের দেখা পেয়েছেন হেরাথ। তবে সে সব উপভোগের থেকে নিজের কাজের দিকেই বেশি মনোযোগ তার। কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই দৃষ্টি দিচ্ছেন দিচ্ছেন তিনি।

হেরাথ বলেন, ‘দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত, আর এই সফর নিয়েই আপাতত ভাবছি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নিয়ে সামনে তাকাতে চাই।’

নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টাইন জটিলতা কাটিয়ে গত ২১ ডিসেম্বর অনুশীলনে নামে সফরকারীরা। ক্রাইস্টচার্চে ৪ দিন অনুশীলন শেষে গত শুক্রবার তোরঙ্গা পৌঁছেছে মুমিনুল হকের দল। গতকাল (শনিবার) অবশ্য অনুশীলন নামেনি বাংলাদেশ দল। বড় দিনের ছুটিতে কাটিয়ে আজ নেমেছেন অনুশীলনে। আগামীকাল (সোমবার) আছে আরেকটি অনুশীলন পর্ব। এরপর আগামী ২৮ ও ২৯ তারিখ দুই দিনের প্রস্তুতি ম্যাচ টাইগারদের।

৩০ তারিখ বিরতি শেষে ৩১ ডিসেম্বর অনুশীলনের পর আগামী ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট খেলবে দুদল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চের হাগলি ওভালে।

টিআইএস/এমএইচ/এটি