কেউ কাঁদছেন, কারো মুখটা দেখাতেই চাইছেন না। চারদিকের সবাই নিস্তব্ধ, চুপচাপ। মৃত্যু শোকে সবার এমন অবস্থা। তবে ঘটনাটি ফুটবল মাঠের। খেলতে খেলতেই মারা গেছেন আলজেরিয়ার ফুটবলার সোফিয়ান লুকার। আজ (রোববার) ঘটেছে এমন ঘটনা।

ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। হোম সেকেন্ড ডিভিশন ম্যাচ চলাকালীন নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন তিনি। চিকিৎসার পর মাঠে খেলছিলেন তিনি। কিন্তু এরপরই লুকার মাঠের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন।

বর্তমানে আলজেরিয়াতে লিগ-টু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল মৌলৌদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। দুই দলের মধ্যে খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। সোফিয়ান লুকারের বয়স ছিল মাত্র ২৮ বছর। তিনি মৌলুদিয়া সাইদার হয়ে খেলছিলেন।

ধাক্কা খেয়ে মাঠে নামার ১০ মিনিট পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সোফিয়ান লুকার। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার মৃত্যুর পর দুই দলের খেলোয়াড়রা পুরোপুরি ভেঙে পড়েন। 

তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় ম্যাচটিও। ম্যাচ বাতিল না হওয়া পর্যন্ত মৌলুদিয়া সাইদা এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। সোফিয়ান লুকার দলের অধিনায়কও ছিলেন। লুকারের এই ঘটনার পরে সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন।

এমএইচ/এটি