এক টেস্ট জয় যেন বদলে দিয়েছে দৃশ্যপট। নিউজিল্যান্ড ঘরের মাঠে যখন টেস্ট হারতে ভুলে গিয়েছিল। তখনই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ পর এসে দেশটিতে পেয়েছে প্রথম জয়। এরপর চারদিক থেকে প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং থেকে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে কেউই বাদ যাচ্ছেন না। কিউই দলের অন্যতম সদস্য রস টেইলরও মনে করেন, টেস্ট ক্রিকেটের স্বার্থেই বাংলাদেশের ভালো করা দরকার। স্বীকার করেছেন, পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যখন আপনার লম্বা ক্যারিয়ার হবে তখন উচু-নিচু দেখবেন আপনি।  যদি আপনি এখানে নিরপেক্ষ জায়গা থেকে দেখেন তাহলে এটা (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো।’

‘বাংলাদেশ দলের এখানে (নিউজিল্যান্ড), টেস্ট জেতা। ক্রিকেটের জন্য আমার মনে হয় না এটা খারাপ ফল। হ্যা, আমাদের জন্য হতাশার। আমরা সেভাবে লড়াই করতে পারিনি, গোটা সময়েই আমরা স্রেফ উড়ে গিয়েছি। তবে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশের মত দলের ভালো করা দরকার।’

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টি বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেও মনে করেন টেইলর, ‘এই জয় বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাস দিবে, কেবল এই সফরের জন্য নয়, তারা এরপর আগামী বছরগুলোতে যেখানেই যাবে।’ 

‘তাদের বয়সের দিকে তাকান। তাদের ক্রিকেটাররা বেশ তরুণ, তারুণ্যে ভরা এক দল।  তারা এখান থেকে নিশ্চিতভাবে কনফিডেন্স পাবে। আশা করি যেমনটা আমি আগে বললাম বিশ্ব ক্রিকেটের জন্য তারা  আরও প্রতিযোগিতামূলক দল হবে। যত দিন যাবে ভালো করবে।’

এমএইচ