মুমিনুল হক/ফাইল ছবি

বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব নিয়ে নিজেকে মেলে ধরার তেমন সুযোগ পাননি অধিনায়ক মুমিনুল হক। চার ম্যাচে মোটে একটি জয় এনে দিতে পেরেছেন তিনি। এরপর তো গত মার্চ থেকে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের ক্রিকেট। আবার লড়াইয়ে ফিরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রথম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন মুমিনুল হক। দীর্ঘ বিরতির পর নতুন শুরুতে রোমাঞ্চিত অধিনায়ক মুমিনুল।

করোনার কারণে প্রায় ৩১০ দিনের বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। এরই মধ্যে উইন্ডিজের বিপক্ষে খেলে ফেলেছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সেই সিরিজে খেলা হয়নি মুমিনুলের। তিনি সবশেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। এরপর কেটে গেছে প্রায় ১ বছর। আবার মাঠে ফিরতে মুখিয়ে মুমিনুল। 

মুমিনুল বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব পান ২০১৯ সালে। অধিনায়কের প্রথম দায়িত্ব নিয়ে ভারত গিয়ে সুবিধা করতে পারেননি তিনি। পাকিস্তানেও পরাজয় দেখতে হয় তাকে। তবে সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সুখস্মৃতি আছে মুমিনুলের। সে স্মৃতি অবশ্য আসন্ন উইন্ডিজ সিরিজের আগে ধোঁয়াশার মতো মুমিনুলের কাছে। দীর্ঘ বিরতির পর অধিনায়কের দায়িত্বে নতুন শুরুর প্রত্যয়ে তিনি। টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুমিনুল জানান, ‘নতুন করে শুরু হচ্ছে। অধিনায়ক হিসেবেও আমি রোমাঞ্চিত।’

মুমিনুল বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথমবার এক সঙ্গে পাচ্ছেন দলের তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। সাকিব নিষিদ্ধ থাকায় আগের চার ম্যাচে তাকে পাননি মুমিনুল। এই সিরিজে সাকিবকে পেয়ে তার কাছ থেকে শিখতে চান তিনি। 

মুমিনুল জানান, ‘আমার কাছে মনে হয় তরুণ অধিনায়ক হিসেবে সাকিব ভাই, বা বড় যারা আছে তাদের থাকাটা ভালো আমার জন্য। সে হিসেবে আমি মনে করি, আমার জন্য অনেক বেশি সুবিধা হবে।’

শক্তিমত্তা বিচারে দুর্বল প্রতিপক্ষ উইন্ডিজ। তাদের বিপক্ষে অধিনায়ক মুমিনুলের ভূমিকা কেমন থাকবে? জবাবে বাঁহাতি এ ব্যাটসম্যান জানালেন, ‘আমি সবসময় আক্রমণাত্মক অধিনায়কত্ব করতে পছন্দ করি। ম্যাচের অবস্থার কারণে হয়তো অধিনায়কত্ব অন্যরকম লাগতে পারে। কিন্তু আমি সবসময় আগ্রাসী অধিনায়কত্ব করতেই বেশি পছন্দ করি।’

টিআইএস/এনইউ/এটি