বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন : মুশফিক নেই, নাঈমের অভিষেক
বাধ্য হয়েই ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে হচ্ছে বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সিরিজ জয়ের মিশনে টাইগার একাদশে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম। অভিষেক হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখের।
মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান জয়। ৩টি সেলাই লেগেছে ক্ষতস্থানে। এজন্য গোটা সফর থেকেই ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তনে ‘ব্যাকাপ’ ওপেনার হিসেবে দলের সঙ্গে থাকা নাঈমের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট ক্যাপ মাথায় তুললেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বিজ্ঞাপন
এদিকে ম্যাচের আগের দিন আগেই কুঁচকির চোটে পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যে কারণে দ্বিতীয় ম্যাচের একাদশে বাইরে কাটাতে হচ্ছে তাকে। মুশফিকের পরিবর্তে একাদশে ফিরেছেন নুরুল হাসান।
এবার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং সাদা পোশাক থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। নেই মাশরাফি। এই চার তারকার সঙ্গে দ্বিতীয় টেস্টে নেই মুশফিকও। দীর্ঘ ১৬ বছর বা ৮৭ ম্যাচ পর এই পঞ্চপাণ্ডবকে ছাড়া বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ খেলতে নেমেছে।
বিজ্ঞাপন
এক নজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লানডেল (উইকেটরক্ষক), ড্যারি মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।
টিআইএস/এইচকে