দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত অস্ট্রেলিয়ার, ফাইনালে নিউজিল্যান্ড
ছবি : সংগৃহীত
করোনা মহামারির ধাক্কা কাটিয়ে সবকিছুর মতো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্রিকেটও। প্রায় সব দেশেই মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ম্যাচ। সবকিছু যখন আবার আগের মতো হওয়ার আশায় সবাই তখনই দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী মার্চে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু প্রতিদিন প্রায় গড়ে পাঁচ হাজার লোক করোনায় আক্রান্ত হচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।
বিজ্ঞাপন
তাই সিরিজটি বাতিল করতে হয়েছে অজিদের। পরবর্তীতে নতুন সূচিতে আবারও সিরিজটি আয়োজন করা হবে। এদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ না হওয়ায় আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে সিরিজ জিততেই হতো এবং একটি ড্র করতেই হতো। কিন্তু সিরিজ স্থগিত হওয়ায় ফাইনালে চলে গেছে নিউজিল্যান্ড এমনই তথ্য দিয়েছে 'দ্যা টেলিগ্রাফ'।
বিজ্ঞাপন
অজিদের হাতে আর কোনো টেস্ট সিরিজ নেই। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে ভারত অথবা ইংল্যান্ড। এই দুই দল নিজেদের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজে লড়বে শীঘ্রই।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮-২২ জুলাই। বর্তমান পরিস্থিতিতে সিরিজ বাতিল হলেও অস্ট্রেলিয়া এখনও আশা ছাড়েনি। দক্ষিণ আফ্রিকার বোর্ডের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে। মার্চের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে মাঠে গড়াতে পারে সিরিজটি।