আগামীকাল (শনিবার) স্বাধীনতা কাপের ফাইনাল ম্যাচে মাঠে নামবে ওয়ালটন মধ্যাঞ্চল। তাদের প্রতিপক্ষ বিসিবি দক্ষিণাঞ্চল। কিছুদিন আগে এই দক্ষিণাঞ্চলকে হারিয়েই বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জেতে মধ্যাঞ্চল। তবে ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে দক্ষিণাঞ্চলের কাছে লিগ পর্বে হারে মধ্যাঞ্চল। দলটিতে এবার যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি কাটার স্পেশালিস্টকে নিয়ে চিন্তিত মধ্যাঞ্চল।

ফাইনাল ম্যাচের আগে আজ (শুক্রবার) মধ্যাঞ্চল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করতে পারবেন না। সবাই জানে মুস্তাফিজ এক্সেপশনাল। ওর কাজ ও করবেই, আমাদের কাজ থাকবে প্রক্রিয়া মেনে সেরা ক্রিকেট খেলা।’

মধ্যাঞ্চলের হয়ে দুই ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। সে দুই ম্যাচে জয় পায় তারা। লিগ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে মুস্তাফিজের দক্ষিণাঞ্চলের কাছে হারে মধ্যাঞ্চল। ফাইনালেও এই বাঁহাতি অলরাউন্ডারকে পাচ্ছেন না অধিনায়ক মোসাদ্দেক।

মোসাদ্দেক বলছিলেন, ‘সাকিব ভাই সবসময়ই একটা ফ্যাক্ট। শুধু ফ্যাক্ট না, সে যে দলে থাকবে সে দল অন্যান্য দলের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে।’ 

দল এবং নিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে মোসাদ্দেক বলেন, ‘আমি বা আমার দল কেউ চাপে নেই। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। এ নিয়ে আশাবাদী। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির জায়গা পুরোপুরি নেই। খেলার সময় দলই বেশি প্রাধান্য পায়। নিজের জন্য খেলার চেয়ে দলের জন্য খেলা জরুরি। সেটা করতে পেরে খুশি। আলাদা কোনো চাপ না। আমরা গত ম্যাচ থেকে অনেক শিক্ষা নিয়েছি যা পরবর্তী ম্যাচে কাজে লাগবে।’

টিআইএস/এমএইচ