গত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল দু দল। এবার দেখা হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে। আগেরবার ভারতকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্ব আসরের শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। 

ওয়েস্ট ইন্ডিজের কুলিজে অনুষ্ঠানরত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে ম্যাচটি। 

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে শুরু করে বাংলাদেশ। পরের দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে টাইগার যুবারা।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ : এ রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, যশ ঢুল, বাওয়া, সিদ্ধার্থ ইয়াদব, তাম্বে, বানা, হাঙ্গারগেকার, ভিকে অস্টওয়াল ও রবি কুমার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম, আরিফুল ইসলাম, এস এম মেহেরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান ও রিপন মন্ডল

এমএইচ/জেএস